আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে


Sunday 28 January 18

আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে, ফরহাদ মজহার; প্রথম প্রকাশ, অগ্রহায়ণ ১৩৯০ নভেম্বর ১৯৮৩, দ্বিতীয় প্রকাশ পৌষ ১৩৯৩ জানুয়ারি ১৯৮৭। প্রতিপক্ষ প্রকাশনী ঢাকা ১২০৭। পৃষ্ঠা ৪৮; মূল্য:২৫/=

সূচিপত্র

  • কবিতা ও সশস্ত্র বিপ্লব।
  • আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে।
  • দোদুল্যমান মুহূর্তে।
  • মোনাফেক।
  • প্রাগৈতিহাসিক।
  • ইতিহাসের মূর্তনির্দিষ্ট লক্ষ্য।
  • লাশসকল প্রতিশোধ নেবে।
  • সমরপতিদের গণতন্ত্র।
  • কবিতা ও রাজনীতি।
  • সুন্দরের মোয়াজ্জিন।
  • শিল্পের টেকনোলজি।
  • শিল্পের ভাষার মধ্যে এখন।
  • আবু তাহেরের কাঠের ক্রাচ।
  • বৈশাখের মেষ।
  • যদি পারো।
  • সাধারণের বোধগম্য কবিতা।
  • অশোকতরুর ক্রোধ।
  • গেরিলা।
  • কর্তৃত্ব গ্রহণ কর নারী।

 


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।