Forgot your password?

বইয়ের বিপনন


কয়েকদিন আগে বইয়ের বিপণন সংক্রান্ত একটা লেখায় পড়লাম,মার্কেটিংয়ের অভাবে নাকি অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম পাঠকের কাছে পৌঁছে না বা মূল্যায়িত হয় না! সেখানে গোষ্ঠীভুক্ত না হওয়ার কারণে ও মনোযোগ না পাওয়া অথবা মূল্যায়িত না হবার ঘটনা ঘটে-এই পয়েন্টটা ভদ্রোজনিত কারণে অনুল্লেখ ছিল। তবে এসমস্ত কথা আসে মূলত, খ্যাতি না পাওয়া অনেকের চেয়ে অনেক নিম্নমানের সাহিত্যিকেরা ওইসবের জোরে সমাজেসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পায়, এইদেখা থেকে। কোনো সাহিত্যিকের যদি সেই পাওয়া পর্যন্তই লক্ষ হয়,তো তার জন্য এই হিসাব ঠিকই আছে।আমি ওসহমত করি। কিন্তু বিষয়টা এইখানেনা। ধরেন, রাষ্ট্রীয়মদতে অথবা সামাজিক কোটারি গোষ্ঠীর কারণে শামসুর রাহমান কিংবা সৈয়দ শামসুল হককে তাদের মাপের চেয়ে বড় দেখায় (তারাও বড় সাহিত্যিক)। তাতে কি আল মাহমুদ কিংবা ফরহাদ মজহারের সাহিত্যিক মাপের হেরফের বিশেষ ঘটেছে? কিংবা ব্রাত্য রাইসুকে কি ব্রাত্য করে রাখা সম্ভব হইছে? হয় নাই। তো।তুলসী দাসের এই শ্লোকটা তো অনেকেরই জানা, গোরস গলি গলি ফিরে, মদিরা বৈঠে বিকায়। কথাটা উলটায়া পড়লে সাহিত্যের ক্ষেত্রে এইটা ঘটনা।


নিজের সম্পর্কে লেখকঃ / About Me:

কবি ও সাংবাদিকView: 590

comments & discussion (0)

Bookmark and Share