Forgot your password?

অধ্যাপক ড. পিয়াস করিম’কে গভীর শ্রদ্ধা নিবেদন


রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. পিয়াস করিমের লাশ সকাল ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে ধানমন্ডিতে তার বাসভবনে নেয়া হয়। সকাল ৯টা ৪০ থেকে ১০টা ২০ পর্যন্ত পিয়াস করিমের লাশ ধানমন্ডির বাসায় রাখা হয়। এরপর পারিবারিক সিদ্ধান্তে সেখানকার বায়তুল আমান মসজিদে তাকে নিকটজন, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ প্রতিনিধিসহ অন্যরা শ্রদ্ধা জানান এবং তার প্রথম জানাজা পড়ানো হয়। 


 অধ্যাপক ড. পিয়াস করিম


এর পর তার লাশ নিয়ে যাওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, সেখানে বাদ জুমা দ্বিতীয় জানাজ সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মো. সালাহউদ্দিন। জানাজা শেষে এ শিক্ষাবিদের লাশ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রাখা হয়। সেখানে সর্বস্তরের জনতা তাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজার আগে জুমার নামাজের শেষে পিয়াস করিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

অধ্যাপক ড. পিয়াস করিম


বনানীর কবরস্থানে তাকে দাফন করা হয়।

অধ্যাপক ড. পিয়াস করিম


নিজের সম্পর্কে লেখকঃ / About Me:

Video EditorView: 512

comments & discussion (0)

Bookmark and Share