Forgot your password?

বদলে যাওয়া সময়ে...

Tanjim

Wednesday 23 November 2016
print

সময়ের পথে মানুষগুলো বদলে যায়, ছোট্ট আশাগুলো ঘড় বাঁধে সু-দীর্ঘতায়, কারনে অকারনে তার আপন রূপ ধাঁরা বদলায়, সময়ের সাথে মিশে চলে কল্পনা আর বাস্তবতায় । ঘৃণার বাস্তবতা আর ভালবাসার কল্পনায় তফাৎ বিস্তর, মাউষগুলো হৃদয়ের আঘাতে নিজেকে করে তোলে কঠোর প্রস্তর, যেন শেকল ভাঙ্গা অনাকাঙ্ক্ষিত আগুনের লেলিহান ছোবল, বাঁধ হারা অসীম দুঃখোয় একাগ্র চিত্তে রুদ্ধ নরকের দহন । মানুষ আসবে মানুষ যাবে আর মানুষ বদলাবে, এটাই মানুষের প্রাকৃতিক প্রকৃতি- কখনও আপন দুঃখে কখনওবা পরের সুখে নিজেকে পোড়াবে, অপহিংসার প্রতিচ্ছায়ায় করবে নিজের জীবন ক্ষতি । দহনের দাহ্যতায় নিজেকে হারাবে, হেরে যাবে নিজেরও কাছে, অসহ্য যন্ত্রণা সয়ে যাবে আপনাপর খেয়ালে, তবুও গড়বে আশা প্রতিনিয়ত নিঃস্বর্গের আড়ালে ।।

নিজের সম্পর্কে লেখকঃ / About Me:

কবিতার ভাষাতে মনের কথা বলতে চাই...


Available tags : ,

View: 180

comments & discussion (0)

Bookmark and Share