কেন ডুবলি না মন, মন রে, গুরুর চরনে


(হায় রে) কেন ডুবলি না মন, মন রে, গুরুর চরনে
এসে কাল শম্ন বাঁধিবে কোন দিনে

নিদ্রাবশে নিশি গেল
বৃথা কাজে দিন ফুরালে চেয়ে দেখলিনে (ও মন)
এবার গেলে আর হবে না পড়বি কুক্ষনে।।

আমার পুত্র আমার দারা
সঙ্গে কেউ যাবে না তারা যেতে শ্মশানে (ও মন)
আসতে একা যেতে একা তা কি জানিস নে।।

এখও তোর আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে (ও মন)
সিরাজ সাঁই বলেরে লালান ভ্রমে ভুলিস নে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।