নবীর আইন বোঝার সাধ্য নাই


নবীর আইন বোঝার সাধ্য নাই।।
যার যমন বুদ্ধিতে আসে বলে তাই।।

বেহেস্তের লায়েক আহাম্মুখ সবে, তাই শুনি হাদিছ কেতাবে,
এমত কথায় হিসেবে, বেহেস্তের গৌরব কিসে জানতে পাই।।

সকলে বলে আহাম্মুখ বোকা, আহাম্মুখ পায় বেহেস্তে জায়গা,
এত বড় পূর্ণ ধোকা কে ঘুচাবে ধোক, কোথা যাই।।

রোজা নামাজ বেহেস্তের ভজন, তাই করে কি পাবে সে ধন,
বিনয় করে বলছে লালন, থাকতে পারে ভেদ, মুরশিদের ঠাঁই।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।