ধন্য আশেকী জনায়


ধন্য আশেকীজনায়, এ দ্বীন দুনিয়ায়
আশেক জোরে গগনের চাঁদ পাতালে নামায়।।

নাম জপেনা কাম করেনা
শুদ্ধ দেল আশেক দেওয়ানা
তাইতে আমার সাঁই রব্বানা
     মদত দেয় সদায়।।

সুঁইয়ের  ছিদ্রে চালায় হাতী
বিনা তেলে জ্বালায় বাতি,
সদায় থাকে নিষ্ঠা রতি
     ঠাঁই অ-ঠাইয়ে সে রয়!।।

আশেকের মাশুক নামাজ
যাতে রাজী সাঁই বেনেয়াজ,
লালন করে শৃগালের কাজ
     নিয়ে সিংহের দায়।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।