নাপাকে পাক হয় কেমনে


নাপাকে পাক হয় কেমনে।।
জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে।।

কেতাবে খবর জানা যায়, নাপাক জলে জান পয়দা হয়,
ধুলে কি তা পাক করা যায়, আসল নাপাক যেখানে।।

মানুষের বীজে হয়না ঘোড়া, ঘোড়ার বীজে হয়না ভেড়া,
যে বীজ সেই গাছ মূলূক জোড়া, দেখিতে পাই নয়নে।।

ভিতরে লালসের থলি, উপরে জাল ঢালা-ঢালি,
লালন বলে মন মুছল্লি কিসে তোর হয়না মনে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।