আমার এ ঘর খানায় কে বিরাজ করে


আমার ঘর খানায় কে বিরাজ করে।।
জনম ভরে একদিনও না
        দেখলাম তারে।।

নড়ে চড়ে ঈশান কোণে
দেখতে পাইনে এই নয়নে,
হাতের কাছে যার ভবের হাট বাজার,
        ধরতে গেলে হাতে পাইনা তারে।।

সবে বলে প্রাণ পাখী
শুনে চুপে চেপে থাকি,
জল কি হুতাশন
মাটি কি পবন,
কেউ বলে না একটা নির্ণয় করে।।

আপন ঘরের খবর হয় না
বাঞ্ছা করি পরকে চিনা,
লালন বলে পর বলতে পরমেশ্বর
সে কী রূপ আমি কী রূপ রে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।