মনের লেঙ্গুটি এটে কররে ফকিরী


মনের লেঙ্গুটি এটে কররে ফকিরী।।
আমানতের ঘরে যেন হয় নাকো চুরি।।

এদেশে দেখি সদায়, ডাকিনী বোগনীর ভয়,
বিনেতে মানুষ ধরে খায়, থাকব হুসিয়ারী।

বারে বারে করি বারণ,কর আত্মা সাধন,
আকর্ষণে দুষ্ট দমন, ধরি ধরি।

কাজে দেখি বড় ফ’ড়ে লেংটি তোমার নড়ভড়ে,
খাটবেনা রে লালন ভেড়ে, টাকশালে চাতুরী।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।