কেন মলিরে মন,ঝাঁপ দিয়ে তোর বাবার পুকুরে


কেন মলিরে মন,ঝাঁপ দিয়ে তোর বাবার পুকুরে।।
     কামে চিত পাগল পাই তোরে।।

কেনরে মন এমন হলি,যাতে জন্ম তাইতে মলি,
     ঘুরতে হবে লক্ষ গলি,হাতে পায় বেড়ী সার করে।।

দীপের আলো দেখেরে মন,উড়ে পড়ে পতঙ্গণগ,
    অবশেষে হারায় জীবন,মন আমার তাই করলি হারে।।

সিরাজ সা দরবেশে তাই কয়,শক্তিরূপে ত্রজিগত ময়,
     লালন কেবল ঘোরে সদায়,আত্ম তত্ত্ব না সেরে।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।