ভক্তের দ্বারা বাঁধা আছেন সাঁই


ভক্তের দ্বারা বাঁধা আছেন সাঁই,
  হিন্দু কি যবন বলে,তাঁর জাতের বিচার নাই।।

শৃদ্ধ ভক্তি মতোয়ারা ভক্ত কবীর জেতে জোলা,
  ধরেছে সে ব্রজের কালা,দিয়া সর্বস্ব ধন তায়।।

মুচিরাম সে ভবের পরে ভক্তির বল সেই করে,
  ত্রাসে ঘন্টা স্বর্গে বাজে,সাধু শাস্ত্রে শুনতে পাই।।

এক চাঁদে হয় জগতে আলো,এক বীজে সব জন্ম হল,
  লালন বলে মিছে কলহ,ভবে শুনতে পাই।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।