যে পরশ স্পর্শে পরশ


যে পরশ স্পর্শে পরশ
সে পরম পরশ চিনে লেনা
সামান্য পরশের গুণ
     লোহার কাছে যাবে জানা।।

পরশমণি স্বরূপ গোঁসাই
যে পরশের তুলনা নাই,
পরশিল যে জন তায়
     গিয়াছে জঠর যাতনা।।

কুমুরে পতঙ্গ যেমন
ধরাইল আপন বরণ,
সে পরশে জানে যে জন
     তেমনি তার উপাসনা।।

ব্রজের জলদ কালো
যে পরশে পরশ হল,
লালন বলে মনরে চল
     জানিতে তার উপাসনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।