এমন মানব জনম আর হবে না


এমন মানব জনম আর হবে না
  দিন থাকতে মানুষ রতন চিনে নেনা।।

দেবের দুর্লভ তোরে,মানব সৃষ্টি করেছে রে,
  এবার ভুললে কতই ফেরে,শেষে কাঁদলে ছাড়বে।।

চোর আশির মধ্যে যদি,পড় হারে মন বিবাদী,
  হারাবি স্বর্ণ নিধি,শেষে পাবি যাতনা।।

সেবা পূজা ভক্তির স্মরণ,মানুষের এরূপ করণ,
  লালন বলে পশুর ধরন,শুধু পেট সার কোরোনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।