জানগে পদ্ম নিরূপণ


জান গা পদ্ম নিরূপণ।
কোথায় জীবের স্থিতি
      কোন পদ্মে গুরুর আসন।।

অধোপদ্ম উর্ধ্ব পদ্ম
লীলা নৃত্যের এ সরহদ্দ
যে পদ্মে সাধক বর্ত
সে পদ্ম কেমন বরণ।।

আড়া পদ্মের কুড়া ধরে
ভৃঙ্গরতি চলে ফেরে
সে পদ্ম কোন পদ্ম পরে
      বিকশিত হয় কখন।।

গুরু মুখের পদ্ম বাক্য
হৃদয় যার হয়েছে ঐক্য
জানিবে সে সকল পক্ষ
      কহে দীনহীন লালন।।





 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।