গৌর এসে হৃদে বসে


গৌর এসে হৃদে বসে
     করলো আমার মন চুরি
সেকি আমার কবার কথা
     আপন বেগে আপনি মরি।।

কিবা রূপ গৌর-লম্পটে
ধৈর্যের ডুরি দেয়গো কেটে
লজ্জা ভয় সব যায় গো ছুটে
     যখন ঐ রূপ মনে করি।।

দেখা দেয় গৌর ঘুমের ঘোরে
চেতন হয়ে পাইনে তারে
লুকাইল কোন শহরে
     নবরসের রসবিহারি।।

মেঘ যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকে ফেরে
লালন বলে তাই আমারে
     করল গৌর বরাবরই।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।