ঐরূপ তিলে জপ মন সুতে


ঐরূপ তিলে জপ মন সুতে,
  ভ্রমে ভুল নারে অন্য ভোলাতে।।

গুরুরূপ যার ধিয়ানে রয়,কি করবে তার শমন রায়,
  নেচে-গেয়ে ভব পারে যায়, গুরুর চরণে তরিতে।।

উপর বারি সদরওয়ালা,স্বরূপে করছে খেলা,
  স্বরূপ গুরু স্বরূপ চেনা আর কে আছে জগতে।।

সামনে তরঙ্গ ভারি;গুরু বিনে নাই কাণ্ডারী,
  লালন বলে ভাসাও তরি যা করে সাই কৃপাতে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।