তুমি কার আজ কে বা তোমার এ সংসারে


তুমি কার আজ কে বা তোমার এ সংসারে,
  মিছে মায়ায় মাজিয়ে মন কি করবে।।

এত পীরিত দন্ত জিহৃায়,কায়দা পেলে সেও সাজা দেয়,
  সল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।।

সময়ে সকলে সখা,অসময় কেউ না দেয় দেখা,
  যার পাপে সে ঘোরে একা,চার যুগেরে।।

আপনি যখন নয় আপনার,কারে বল আমার আমার,
  সিরাজ সাই কয় লালন তোমার,জ্ঞান নাহিরে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।