যদি গুরু শিষ্য হয় একতার


যদি গুরু শিষ্য হয় একতার,
  তার শমন বলে ভয় কিরে আর ।।

যমন গঙ্গার ন্যতিা গেড়েয় থাকলে,সে জল কি ফুরায় সেচিলে,
  তমনি তারে তার মিশালে,হয় অমর।।

সজল ধরে মিশার লক্ষণ,করিতে হয় তার অন্বেষণ,
  ভ্রমে ভুলনা অবোধ মন,ভুল না আর ।।

মিশার সন্ধান জেনে,মিশাগা ত্বরায় চরণে,বরখাস্ত হউক শমনে,
  লালন বলে তা-কি ঘটবে আমার।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।