করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন


করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
প্রেম সাধিতে ফাঁপরে উঠে কাম নদীর তুফান।।

প্রেম-রত্নধন পাবার আশে
ত্রিবেণীর ঘাট বাঁধলাম কষে
কাম নদীর এক ধাক্কা এসে
      কেটে যায় বাঁধন ছাদন।।

বলবো কি সে প্রেমের কথা
কাম হয়েছে আলেকলতা
কাম ছাড়া প্রেম যথাতথা
       কৈ হয় আগমন।।

প্রেম পিরিতি পরম গতি (১)
কাম গুরু হয় নিজ পতি,
কাম বিনে প্রেম পায় কি গতি
      ভেবে কয় ফকির লালন।।


কথান্তর:

পরম গুরু প্রেম-প্রকৃতি
কামগুরু হয় নিজ পতি
কামছাড়া প্রেম পায় কি গতি
    

 

 

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।