লীলা দেখে লাগে ভয়


লীলা দেখে লাগে ভয়,
নৌকার উপর গঙ্গা বোঝাই
    ডাঙ্গায় বেয়ে যায়।।

আব হইতে গঙ্গা সে যে
খেলা পরম রঙ্গে,
পলকে পাউড়ী ডোবে
   পলকে লুকায়।।

ফুল ফোটে তার অগাধ জলে
ফল ধরে তার অচিন দলে
ফলে ফুলে যুক্ত হলে
   তাইতো কথা কয়।।

গঙ্গা জোড়া মীন রয়েছে
সংক্ষেপেতে লওরে বুঝে,
লালন বলে জল শুখালে
   মীন যাবে হাওয়ায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।