বিষামৃতে আছেরে মাখা জোখা


বিষামৃতে আছের মাখাজোখা,
কেউ জানে না কেউ শোনেনা
     যায়না জীবের দিলে ধোঁকা।।

হিংসা নিন্দা তম গেলে
আলো হয় তার হৃদকমলে,
অধমে উত্তম মিলে
      গুরু যারে হয় সখা।।

মায়ের যেমন শিশু ছেলে
দুগ্ধ খায় তার দুগ্ধ মিলে,
আবার সে ধারেতে জোঁক লাগিলে
      রক্ত নদী পায় দেখা।।

গাভীর ভাণ্ডে গোরচনা
গাভী তাহার ভেদ জানেনা,
সিরাজ সাঁই কয় লালন কানা
      তেমনই তুই একটি বোকা।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।