গুরু দোহাই তোমার মনকে আমার


 গুরু দোহাই তোমার মনকে আমার
     নেওগো  সুপথে
তোমার দয়া বিনে  চরন সাধি
     কী মতে।।

তুমি যারে হও গো সদয়
    সে তোমারে সাধনে পায়
বিবাদী তার স্ববসে রয়
    তোমার কৃপাতে।।

যন্ত্ররেতে যন্ত্রী যেমন
     যে বোল বাজাও বাজে তেমন
তেমনি যন্ত্র আমারি মন
    (বোল) তোমারি হাতে।।

জগাই মাধাই দস্যু ছিল
    তাহে প্রভুর দয়া হোল
লালন পথে পড়ে রইল
    সেহি আশাতে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।