চাতক বাঁচে কেমনে


চাতক বাঁচে কেমনে
     মেঘের বরিষন বিনে।।

তুমি হে নব জলধর
     চাতকিনী মল এবার,
ঐ নামের ফল সুফল
     এবার রাখ ভুবনে।।

তুমি দাতার শিরোমনি
    আমি চাতক অভাগিনী,
তোমা ভিন্ন আর না জানি
    রাখ চরনে।।

চাতক মলে যাবে যানা
    ঐ নামের গোরব রবে না
জল দিয়ে কর সান্ত্বনা
   অবোধ লালনে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।