সোনার মানুষ ভাসছে রসে


সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপান্তি সেই দেখিতে পায় অনাসে।।

তিনশো ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদি
তার মাঝে রূপ নিরবধি
      ঝলক দিচ্ছে এই মানুষে।।

মাতাপিতার নাই ঠিকানা
অচিন দেশে বসতখানা
আজগুবি তার আওনা-যাওনা
      কারণবারির যোগ বিশেষে।।

অমাবস্যায় চন্দ্র উদয়
দেখিতে যার বাসনা হৃদয়
লালন বলে থাকো সদাই
     ত্রিপিনেতে থাকো [১] বসে।।

[১] পাণ্ডুলিপিতে 'থাকো' আছে, তবে 'ঘাটে' গাওয়া হয়।

(শুদ্ধ পাঠ নির্ণয়: ১৭ এপ্রিল ২০১৮)

(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৫৪)

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।