হক নাম বল রসনা


হক নাম বল রসনা
যে নাম শরনে যাবে
জঠর যন্ত্রনা।

শিয়রে শমন বসে কোন সময় বাঁধিবে কষে
ভুলে রলি বিষয় বিষে দিশে হল না।।

কবার যেন ঘুরে ফির মানব জনম পেয়েছো রে
এবার যেন আলস্য করে সে নাম ভুলো না।।

ভবেরো ভাই বন্ধু আদি কেউ কারো নয় সাথের সাথী
লালন বলে মুরশিদ-রতি করো সাধনা।।

 [ভোলাই শা-র খাতা, গান নং -২৯৬; ভাব- সঙ্গীত; গান নং ১৬১


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।