চিন্তা


চিন্তা ও তৎপরতার পত্রিকা

আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায়

আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায়।
খোদার বান্দা নবির উন্মত কী করিলে হওয়া যায়।।

আঠারো হাজার আল্লার আলম
কত হাজার তার কালাম
সিনা সফিনায় কয় হাজার তামাম
    কয় হাজার এই দুনিয়ায় ।।

কত হাজার আহাদ কালাম
তাহার খবর বল আমায়
কোন সাধনে নূর সাধিলে
   সিনার কালাম হয় আদায়।।

গোলামি করিলে পরে
আল্লাহ-ভেদ পেতে পারে
লালন বলে আহাদ কালাম
   দিবেন কি সাঁই দয়াময়।।

(আরো পড়ূন)

আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি

আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি।
জানলে সেই ফিকির-ফাকার তারই এবার হয় ফকিরি।।

 আত্নারূপে পরিচয় নাই যার
পড়লে কি যায় মনের অন্ধকার
আবার আত্মারূপে কর্তা হয়
     হয় বিচারি।।

কোরানে  কোরান কালুল্লায়
কুল্লে সাইন মোহিত লেখা যায়,
আল জবানের খবর জেনে
     হও হুঁশারি।।

বাদ পড়ে ভেদ পেত যদি সবে
গুরুর গৌরব থাকত না তবে
লালন ভনে তাই না জেনে
   গোলমাল করি।।

(আরো পড়ূন)

এস হে প্রভু নিরঞ্জন

এস হে প্রভু নিরঞ্জন।
এ ভবতরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন।।

তুমি ভক্তি তুমি মুক্তি
অনাদির আদ্যাশক্তি
দাও হে আমার ভক্তির শক্তি
যাতে তৃপ্তি হয় ভব জীবন।।

ধ্যান যোগে তোমায় দেখি
তুমি সখা আমি সখী
মম হৃদয় মন্দিরে থাকি
ঐরুপ দাও গো দরশন।।

ত্রিগুনে সৃজিলে সংসার
লীলা দেখে কয় লালন তার
ছাতরাতুল মন তাহার উপর
নুর তাজেল্লার হয় আসন।।

(আরো পড়ূন)

আল্লার নাম সার করে যেজন বসে রয়

আল্লার নাম সার করে যেজন বসে রয় 
তার আবার কিসের কালের ভয়।।

আল্লার নাম মুখেতে বল
সময় যে বয়ে গেল
মালেকুত মওত এসে বলিবে চল
যার বিষয় সে লয়ে যাবে
  সেকি করবে ভয়।।

আল্লার নামের নাই তুলনা
সাদেক দিলে সাধলে পরে
বিপদ থাকে না।
সে যে খুলবে তালা, জ্বালবে আলা
দেখতে পাবে জ্যোতিময়।।

ভেবে ফকির লালন কয়
নামের তুলনা দিতে নয়
আল্লা হয়ে আল্লা ডাকে
জীবে কি তার মম পায়।।

 

 

(আরো পড়ূন)

আল্লা  বল মন রে পাখি

আল্লা [১] বল মন রে পাখি
ভবে কেউ কারো নয় রে দুঃখের দুখী।।

ভুলো না রে ভবে ভ্রান্ত কাজে
অদেখা[২] সব কাণ্ড মিছে
মন রে আসতে একা যেতে একা
এ ভব-পিরিতের ফল আছে কি।।

 হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করেন সবাই
মন তোর কেবা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরবে আঁখি।।

গোরের কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবায় প্রান ত্যজিতে চায়
লালন কয় কারো গোরে কেউ না যায়
থাকতে হয় একাকি।।

 

 

(আরো পড়ূন)

একবার ডাক রসনা মওলা বলে

একবার ডাক রসনা মওলা বলে
গেল দিন ছাড় বিষয় বাসনা

যে দিনে সাঁই হিশাব নিবে
আগুন পানির তুফান হবে
এ বিষয় তোর কোথায় রবে
(একবার) ভেবে দেখলে না।।

 সোনার কুঠুরি কোঠারে মন
সোনার খাট পালঙ্কে শয়ন
শেষে হবে সব অকারন
(সার হবে) মাটির বিছানা।।

ঈমান-ধন আখেরের পুঁজি
সে ঘরে দিলে না কুঁজি
লালন বলে হারলে বাজি
(শেষে আর) কাঁদলে সারবেনা।।

(আরো পড়ূন)

ডাকরে মন আমার হক নাম আল্লা বলে

ডাকরে মন আমার হক নাম আল্লা বলে
ভেবে বুঝে দেখ সকলি না হোক
হক মোর আল্লার নামাটি, দাও ভুলিলে।।

 ভরসা নাই এ জেন্দেগানি[১]
যেমন পদ্ম পাতার পানি পড়বে টলে।
সুখের বাড়ি ঘর কোথা পাব কার
হোকনা হোক কেবল  সঙ্গে চলে।।

 ভবেরো ভাই বন্ধু যারা
বিপদ দেখিলে তারা   পালাবে ফেলে।।
কায়-প্রানে ভাই আখের সুপদ নাই
ক্ষনেক পহ্মী যেমন থাকে   বৃহ্ম ডালে।।

 অকাজে দিন হোল রে সাম
কখন লবা সেই আল্লার নাম  বাজার ভাঙিলে
পেয়েছিলে মন দুলভ জনম
লালন কয় এ জনম   যায় বিফলে।।

(আরো পড়ূন)