চিন্তা


চিন্তা ও তৎপরতার পত্রিকা

মদিনায় রাসুল নামে কে এল ভাই  

মদিনায় রাসুল নামে কে এল ভাই
কায়াধারী হয়ে কেন
   তার ছায়া নাই।।

ছায়াহীন যার কায়া
ত্রিভুবন তারি ছায়া
এই কথাটির মর্ম লওয়া
    অবশ্যিই চাই।।

কি দিব তুলনা তারে
খুঁজেন না পাই এ সংসারে
মেঘে যেমন ছায়া ধরে
   ধুপের সময়।।

কায়ার শরিক ছায়া দেখি
ছায়াহীন সেই লা-শরিকী
লালন বলে তার হাকিকী
   বলীতে ডরাই।।

 

(আরো পড়ূন)

রাসুল রাসুল বলে ডাকি

রাসুল রাসুল বলে ডাকি
রাসুল নাম নিলে বড় সুখে থাকি।।

মক্কায় যেয়ে হজ্ব করিয়ে
   রাসুলের রূপ নাহি দেখি
মদিনাতে যেয়ে রাসুল
   মরেছে তার রওজা দেখি।।

হায়াতুল মুরসালিন বলে
  কোরানেতে লেখা দেখি
দ্বীনের রাসুল মারা গেলে
  কেমন করে দুনিয়ায় থাকি।।

কুল গেল কলঙ্ক হল
   আর কিবা আছে বাকি
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
  রাসুল চিনলে আখের পাবি।।

(আরো পড়ূন)