চিন্তা


চিন্তা ও তৎপরতার পত্রিকা

আয় কে যাবি ওপারে

আয় কে যাবি ওপারে
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেয়া অপার সাগরে

যে দিবে সেই নামের দোহাই
তারে দয়া করবেন গোঁসাই
এমন দয়াল আর কেহ নাই
   ভবের মাঝারে।।

পার করে জগৎ বেড়ি
নেয় না সে পারের কড়ি,
সেরে সুরে মনের দেড়ি
   ভার দে না তারে।।

দিয়ে ঐ শ্রীচরনে ভার
কত অধ্ম পাপী হলো যে পার,
সিরাজ সাঁই কয়, লালন তোমার
   বিকার যায় না রে।।

(আরো পড়ূন)

পারে কে যাবি তোরা আয় না ছুটে

পারে কে যাবি তোরা আয় না ছুটে
নিতাই চাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে

হরি নামে তরনী তার
রাধা নামে বাদাম সার
(ভব) তুফান বলে ভয় কিরে তার
  সেই নায় উঠে।।

নিতাই আমার বড় দয়াময়
পারের কড়ি নাহি সে লয়
এমন দয়াল মিলবে কোথায়
   এই ললাটে।।

ভাগ্যবান যে জন ছিল
সেই তরীতে পার হইল
লালন ঘোর তুফানে প’লো
  ভক্তি কেটে।।

(আরো পড়ূন)