-হা পিত্যেস

চাইলে একটা রোদ নামাতে পারতাম
নিদেনপক্ষে একটা মেঘলা বিকেল
কিন্তু তুমি চাইলে মখমলে মোড়া ব্যাগে
ইচ্ছেমত ইচ্ছে খরচ যত...
চাঁদ দিতে রাজী ছিল একপক্ষ নরম আলো 
ঝিঁঝিঁ পোকার দল তৈরি ছিলো, সুর নিয়ে মুখে
তুমি চাইলে -চোখ ধাঁধানো জৌলুশ...।
আমি কি আর বাস্তবে চৌকস?
যদি হতাম ই, তবে কেন কবিতার খাতায়
লিখে যাই ভালোবাসার পঙ্কতি
শাজাহানের তাজমহল তো ছিলই-নিদর্শন!


নিজের সম্পর্কে লেখক

নিজের সম্বন্ধে খুব বেশি জানা নেই আমার। এতোটুক জানি আবেগকে প্রাধান্য দেই। আবেগ দিয়ে যুক্তি প্রতিষ্ঠাতে আগ্রহ বেশি। বিশ্বাস করি পৃথিবীতে মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার ক্ষেত্রে ধর্মের চেয়ে বড় কোন বিধান আর নেই, মনুষ্য সৃষ্ট কিছু তো নয়ই।



ছাপবার জন্য এখানে ক্লিক করুন


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।