লাল চাঁদ
হাসবো ভেবে চুপচাপ বসে আছি
প্রিয় বাহনে উড়ে যেতে যেতে
ঠিক আগের মতোই সীসার আবরণে
তোমার গড়ে ওঠা দেখছি
চাঁদ জেনে রাখো তোমাকে দেখে দেখে রাখছি
শহরের পুরাতন গাছগুলো অজানা কাকে যেন
আলিঙ্গন করতে চায়
তারা মোহাচ্ছন্ন করে ফেলে আমাকে
নদীয়ায় ফুটেছে পলাশ শিমুল
শীতের বিষ শুষে নেয়া রোদে
এক জোড়া ডাহুক ধুল নিচ্ছে
বাতাস ভেদ করে উড়ে যেতে যেতে
গাল গড়িয়ে টুপ করে জল খসে পড়ে
তাকে তারা ভেবে আকাশে তাকাই
চাঁদ, তোমাকে দেখে দেখে রাখছি
মোহনিয় ভঙ্গিমায় গাছরা দাঁড়িয়ে আছে রাস্তার দু’পাশে
রোদ চশমায় চাঁদ তোমাকে দেখতে পাচ্ছি
আমি জানি
তীক্ষ্ণ পূর্ণিমা চাইলে কড়া একটা রাত লাগবে
পবিত্র একটা দেহ লাগবে
সাদা শাড়ির মায়া লাগবে
ঘি মাখা আগুন লাগবে
প্রলয় এসে যখন সব ভেঙ্গেচুরে দেবে
কাচভাঙা ধারে তার পা কেটে যাবে
গাছগুলোই বিমোহিত করে রাখবে আমাকে
কাচের অভিশাপে রক্তের ফিনকি ছুটবে
কৃষ্ণচুড়া আরো লাল হবে সেই লালে
চাঁদ তোমাকে দেখে দেখে রাখছি
কৃষ্ণচূড়া লাল হচ্ছে
১৪/০৩/১৪
নিজের সম্পর্কে লেখক
কবি, কবিতা ভালবাসি...