মেঘনা

ঠিক যেন সেই রাত ফিরে এল আবার
অন্ধকার কিন্তু ঠিক যেন আঁধার না
গায়ে কাঁপন কিন্তু ঠিক যেন শীত না
আমারই ভিতরে আরেক আমি
আমার আরেক আমি’র ভিতরে আমি
অন্ধকারে ভেসে আছি, বলতে চাচ্ছি না
নানা রস আর লাভায় মুখোশ খুলে পড়ছে সূর্যের
পৃথিবী যখন অন্ধকারে ডুবে থাকবে
স্যাঁতস্যাঁতে সেই অন্ধকারে মা বলার আগেই
দেখতে পাবো আবার সেই আলো
যেন কতকাল পরে ফিরে এলাম কালো গুহা ছেড়ে
পৃথিবী এত কালো এত কালো যে
সুর্য অবসর গ্রহণ করার আগেই সে ফিরে আসবে আমারই কাছে
আমি পৃথিবীর কাছে যাব না।
এবার আবার আমি
আমি ভেসে যাচ্ছি বানের পানিতে
সাথে আমার অন্য আমি
তার ভিতরে আমি অন্য এক আমি
ভেসে যাচ্ছি ঠাণ্ডা সাদা সাদা সব পানিতে
আমি সাঁতরে চলি, আরেক অন্য আমি ধরে আছি অন্য আমিকে
পানিতে ডুবে গেছে সকল কাঁটাতারের বেড়া
কাপড়গুলো গুছাতে হবে এই ভেবে ঘর খুঁজছি
বানের পানিতে ভেসে ভেসে আমরা দুই অন্য আমি সাঁতরে চলছি
যেন আর কিছুদূর এগোলেই পেয়ে যাব ঘর
আর কিছু অগোছালো কাপড়
তীব্র শুদ্ধতা বলতে কিছু নেই
প্রকৃত মাতৃত্ব বলেও না
এর বাইরে যেতে পারে নি যেসব মেঘ
তাদের নাম হয়ে উঠছে মেঘনা
দিন যাচ্ছে আর মেঘনা চাপা পড়ে যাচ্ছে কিছু কংক্রিটে
ইচ্ছামতো প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে নদী শাসন হয় পৃথিবীতে
তাই তার গতিপথ কোথায় হওয়ার কথা ছিল তা কেউ জানে না
২৯/১০/১৪


নিজের সম্পর্কে লেখক

কবি, কবিতা ভালবাসি...



ছাপবার জন্য এখানে ক্লিক করুন


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।