নিরাপদ সড়ক আন্দোলন: ঘটনাক্রম


নিরাপদ সড়কের দাবি কেন্দ্র করে বাংলাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থিদের আন্দোলন সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল। এদের অধিকাংশই ছিল শিশু-কিশোর বয়েসি। কিন্তু আন্দোলনের মাত্রা বিস্তার ও শৃঙ্খলা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। শিশু-কিশোর আন্দোলন আন্তর্জাতিক আগ্রহ ও বিস্ময় তৈরি করে। সরকার ও রাষ্ট্র এই আন্দোলনের মুখে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখমুখি হয় যা এর আগে কোন সরকারকে মোকাবিলা করতে হয় নি। যথারীতি এই আন্দোলন দমন করবার জন্য সরকার দমন-পীড়নের পথ বেছে নেয়।

বাসের নীচে চাপা পড়ে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে স্কুলেজের ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবি গড়ে ওঠে। এবং তৎক্ষণাৎ তা বিক্ষুব্ধ আন্দোলনে রূপ নেয়। শিক্ষার্থীদের প্রতিবাদী আন্দোলন সারা পৃথিবীর দৃষ্টি কেড়ে নেয়। বিক্ষুব্ধ প্রতিবাদীদের অধিকাংশই ছিল শিশু-কিশোর বয়েসি। আন্দোলন বিস্তার লাভ করলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণরাও যোগ দেয়। আন্দোলনের মাত্রা, বিস্তার ও শৃংখলা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে এবং আন্তর্জাতিক আগ্রহের বিষয় হয়ে ওঠে। সরকার ও রাষ্ট্র এই আন্দোলনের মুখে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখমুখি হয় যা এর আগে কোন সরকারকে মোকাবিলা করতে হয় নি। যথারীতি এই আন্দোলন দমন করবার জন্য সরকার দমন-পীড়নের পথ বেছে নেয়।

বাংলাদেশে এর আগে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ গণ আন্দোলন হয়েছে যার মধ্য দিয়ে জনগণের ইচ্ছা ও অভিপ্রায় নানা ভাবে ব্যক্ত হলেও বাস্তবে ঘটে যাওয়া গণ আন্দোলনের সম্ভাবনা ও সীমা নিয়ে রাজনৈতিক পর্যালোচনা হয় না বললেই চলে। অথচ যে কোন আন্দোলন জনগণের চেতনার মাত্রার অভিপ্রকাশ শুধু নয় জনগণের সামষ্টিক ইচ্ছার প্রকাশও বটে। তাই প্রতিটি আন্দোলনে ব্যক্ত জনগণের ইচ্ছা ও অভিপ্রায় এবং রাজনৈতিক চেতনার মাত্রা বোঝার জন্য আন্দোলনের পর্যালোচনা জরুরি। এর কোন বিকল্প নাই। পর্যালোচনার মধ্য দিয়েই আন্দোলন-সংগ্রাম এবং তাদের দাবি দাওয়ার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি কিভাবে রাজনৈতিক পরিমণ্ডলে হাজির রয়েছে আমরা তা বুঝতে পারি।

কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বড় মুশকিল হচ্ছে, গুরুত্বপূর্ণ জাতীয় আন্দোলন সঠিক ভাবে নথিকরন হয় না। জনগণের ইতিহাস হারিয়ে যায়। জনগণের স্মৃতি থেকেও ক্রমে আন্দোলন এবং তার তাৎপর্যও ফিকে হয়ে আসে। এই কথা ভেবে আমরা ঘটনার তারিখ ধরে ধরে ২৯ জুলাই থাকে ৯ অগাস্ট পর্যন্ত দৈনিক পত্রিকার প্রকাশিত খবর গুলোর একটি ঘটনাক্রম তৈরি করেছি।

বলাবাহুল্য,এটি একটি প্রাথমিক প্রতিবেদন। জনগণের ইতিহাস রচনায় যাঁরা আগ্রহী আমরা আশা করি তাঁরা আরও তথ্য যুক্ত করতে আমাদের সহায়তা করবেন। তথ্যে ভুল থাকলে শুধরে দেবেন। শিক্ষার্থিদের এই গুরুত্বপূর্ণ আন্দোলন বোঝার জন্য আশাকরি করি ঘটনাক্রম হিশাবে সাজানো তথ্য কাজে লাগবে।

শিক্ষার্থিদের নয় দফা দাবি

আন্দোলনের শুরুতেই শিক্ষার্থিরা নয় দফা দাবি পেশ করেছিল। সেগুলো হচ্ছে–

১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে।

২. নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৩. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না।

৪. বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।

৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. প্রত্যেক সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে।

৭. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।

৮. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে।

৯. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং ক্ষোভের অভিপ্রকাশ হিশাবে আসামির ফাঁসির দাবি থাকলেও, পুরা আন্দোলনে রণধ্বণি ছিল We Want Justice বা ‘আমরা ইনসাফ চাই।

২৯.০৭.২০১৮ রবিবার

৭ জুলাই তারিখে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দায়ী বাসটি ছিল ‘জাবালে নূর পরিবহন’ কোম্পানির। গাড়ির মালিক মোঃ শাহাদাত হোসেন।

রেডিসন হোটেলের উলটো দিকে, কুর্মিটোলা ফ্লাইওভারের ঢালে সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহত হয় এবং ১৩ জন আহত হয়। বাসের নাম্বার ঢাকা মেট্রো-ব ১১-৯২৯৭। (হতাহতের সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন সংখ্যার কথা বলে। সামাজিক মাধ্যমে অনেকে পাঁচজন নিহত হয়েছে বলেও দাবি করে, যার সত্যতা নিশ্চিত করা যায় নি। বিভিন্ন পত্রিকায় আহতের সংখ্যা হচ্ছে ১২ (বণিকবার্তা; ০৯ (প্রথম আলো)১১ (ডেইলি স্টার) ১৩ (যুগান্তর) জন)।

এর পরে প্রথমে রমিজ উদ্দিন কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী রাস্তা বন্ধ করে এবং গাড়ি ভাংচুর শুরু করে। উত্তেজিত ছাত্র ও জনতা এলোপাথাড়িভাবে শতাধিক বাস ভাংচুর করে; বিশেষ করে বেছে বেছে নগর পরিবহন ভাংচুর করতে দেখা যায়। (The Daily Star 30 July 2018); (দৈনিক যুগান্তর ৯ জুলাই ২০১৮); (দৈনিক বণিকবার্তা ৩০ জুলাই ২০১৮)

শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে নৌমন্ত্রী শাহজাহান খান হাসিমুখে সাংবাদিকদের সাথে তার প্রতিক্রিয়া জানালে ছাত্র-ছাত্রীরা বিক্ষুব্ধ হয়। মিমের বাবাও ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী আবারও হাসতে হাসতে বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রে কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় ৩৩ যাত্রী মারা গেলেন। সেখানে কেউ কি এ রকম কথা বলে।’ (দৈনিক যুগান্তর ৩০ জুলাই ২০১৮); (দৈনিক যুগান্তর ৩১ জুলাই ২০১৮)।

৩০.০৭.২০১৮ সোমবার

সোমবার আন্দোলন ব্যাপক হতে শুরু করে।

শহীদ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সামনের সড়কে সকাল সাড়ে ১০টার দিকে হোটেল রেদিসনের উল্টোদিকে কুর্মিটোলা ফ্লাইওভারের ঢালে যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করতে চেষ্টা করে। পুলিশ তাদের জোর করে উত্তরাগামী বাসগুলোতে তুলে দেয়। সাড়ে ১০টা বাজার আগেই শহীদ রমিজ উদ্দিন কলেজের শতাধীক ছাত্র-ছাত্রী সহ আশে পাশের কমপক্ষে ১০টা স্কুলের শিক্ষার্থীরা স্রোতের মত আসতে থাকে। পুলিশ জলকামান সাঁজোয়া যান নিয়ে এক দফা ধাওয়া দিলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। এসময়ে শিক্ষার্থীরা রাস্তা আটকিয়ে যানবাহন ভাংচুর করে। তখন পুলিশ সরে গিয়ে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে শিক্ষার্থীরা রাস্তায় বসে শান্তিপূর্ণ স্লোগান দিচ্ছিল। এসময় একটি রায়টকার, এপিসি ও জলকামান নিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এসময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেগুলো লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। পরে সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে এপিসি ও রায়টকার পিছিয়ে গেলে শিক্ষার্থীরা শান্ত হয় (দৈনিক যুগান্তর ২০১৮) ; (দৈনিক যুগান্তর ৩১ জুলাই ২০১৮); (The Daily star 31 july 2018)। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মিরপুর সড়ক, ঢাকা-আরিচা মহা সড়কসহ বেশ কিছু সড়ক অবরোধ করে নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবীসহ শিক্ষার্থিদের ৯ দফা দাবী নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

সোমবার রাতে চার আসামিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশের ক্যান্টনমেন্ট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তাপস কুমার দাস বলেন, পাঁচ আসামির সবাই পুলিশের হেফাজতে আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আসামিরা হলেন, এনায়েত, সোহাগ আলী, রিপন হোসেন এবং জোবায়ের। (দৈনিক যুগান্তর ৩১ জুলাই ২০১৮)

৩১.০৭.২০১৮ মঙ্গলবার

মঙ্গলবার বিক্ষোভ ঘন্টায় ঘন্টায় আরও ছড়িয়ে যায়। নীচে ঘটনাক্রম পেশ করা হোল।

১. ৩১-০৭-২০১৮ তারিখের বিক্ষোভচিত্র

ক) সকাল ১০.০০ বিমান বন্দর সড়কে রমিজ উদ্দিন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন।

খ) ১১.৩০ সরকারী বিজ্ঞান কলেজ ও তেজগাও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট সড়ক অবরোধ।

গ) ১১.৪৫ ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ।

ঘ) ১২.০০ সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে। তখন তাদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া হয়। দুপুর ০১ টার দিকে হিমাচল পরিবহনের একটি বাস আড়াআড়ি করে রেখে সড়ক বন্ধ করে দেয়া হয়। এক পর্যায়ে সেই বাসে আগুন দেয় শিক্ষার্থীরা।

ঙ) ১২.২০ ক্যান্টনমেন্ট পাব্লিক স্কুলসহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা মিরপুর ইসিবি চত্বর অবরোধ করে।

চ) ১২.৩০ কমার্স কলেজ, শহীদ স্মৃতি স্কুলসহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা সনি সিনেমা হলের সামনে নামে এবং তাদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময়ে কয়েকজন আহত হয়।

ছ) ১২.৩৩ যাত্রাবাড়ী সড়ক অবরোধ ও বাস ভাংচুর হয়।

জ) ১২.৩৫ ঢাকা সিটি কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের শাহবাগ থেকে ধাওয়া দিলে ফেরার পথে তারা কাঁটাবন ও বাটা সিগনালের কাছে ভাংচুর চালায়।

ঝ) ০১.০০ নটরডেম কলেজের শিক্ষার্থীরা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। (দৈনিক যুগান্তর ০৭ আগষ্ট ২০১৮)

ঞ) ০১.০৫ ইম্পেরিয়াল কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের সামনে অবোরোধ করে।

ট) ০১.১০ বাড্ডার আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাড্ডায় সড়ক অবরোধ করে।

ঠ) ০১.১৩ হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্ররা শান্তিনগর মোড় বন্ধ করে দেয়।

ড) ০১.১৫ সিদ্ধেশ্বরী ও ইস্পাহানী কলেজের শিক্ষার্থীরা মগবাজার মোড় অবরোধ করে।

ঢ) ০১.৩০ আগারগাও তালতলা সরকারী কলোনী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্যামলী এলাকায় মিরপুর সড়ক অবরোধ করে।

ণ) ০১.৫০ একই সময়ে রাজারবাগ পুলিশ স্কুলের শিক্ষার্থী ও কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

ত) ০২.২২ শিক্ষার্থীদের সেন্ট্রাল রোডে গাড়ী ভাংচুর।

থ) ০২.৩০ মিরপুর শহীদ স্মৃতি পুলিশ স্কুলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় নামে। মিরপুর ১০ নম্বরে এলে তাদের উপর পুলিশ চড়াও হয়। সেখানে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। আহত শিক্ষার্থীর নাম আহাদ। সে শহীদ স্মৃতি পুলিশ কলেজের শিক্ষার্থী। (The Daily Star 02 august 2018)

দ) ০২.৪৫ মতিঝিল আইডিয়াল স্কুল ছুটি হলে শিক্ষার্থীদের স্কুল থেকে বের হতে দেয়নি পুলিশ। পরে অভিভাবকদের দাবির মুখে ৩০ মিনিট আটকে রেখে তাদের ছেড়ে দেয়।

ধ) ০৩.০০ শিক্ষার্থীরা বাড্ডা সড়কে অবস্থান করে।

ন) ০৩.৪৫ উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এনা পরিবহন ও বুশরা পরিবহন নামের পরিবহনের একটি করে দুটি বাসে আগুন দেয়। (দৈনিক যুগান্তর ৩১ জুলাই ২০১৮)

poster_1

০২. ৩১ জুলাই ২০১৮, ঢাকা বিশ্ববিদ্যালইয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে দুপুর ০১টায় প্রতিবাদ সমাবেশ করা হয়।

০৩. হাসান মাহমুদের বক্তব্য:নৌমন্ত্রীর বক্তব্য একান্ত তার নিজস্ব,সরকার একমত নয়।

০৪. স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষী চালককে অবশ্যই শাস্তি পেতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেছেন, একটি অন্যায়কে আরেকটি অন্যায় দিয়ে প্রতিবাদ করা যায় না। (The Daily Star 01 august 2018); (The Daily Star 01 august 2018); (দৈনিক প্রথম আলো ০১ অগাস্ট ২০১৮); (The Daily Star 01 august 2018)।

০৫। ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

০৬। ৯ দফা দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ (দৈনিক যুগান্তর ১১ আগষ্ট ২০১৮)।

০৭। অবশেষে ক্ষমা চান শাজাহান খান (দৈনিক যুগান্তর ৩১ জুলাই ২০১৮)।

০১.০৮.২০১৮ বুধবার

১. শনির আখড়ায় সকাল ১০টায় পিকআপের ইচ্ছাকৃত চাপায় পিস্ট হয়ে মারাত্মকভাবে আহত নারায়নগঞ্জের তোলারাম কলেজের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

২. বেলা সাড়ে ১২টার দিকে ধানমণ্ডিতে হারুণ আই হসপিটালের সামনে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটি গাড়িও শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষায় আটকে যায় (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

৩. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি গাড়ির চালক লাইসেন্স দেখাতে না পাড়ায় দীর্ঘ সময় তার গাড়ি সেখানে আটকে রাখা হয়। গাড়ির চালক শহীদুল ইসলাম ছাড়াও মোহম্মদপুর বিআরটিসির ডিপো ম্যানেজার ভেতরে বসা ছিলেন।

৪. তোফায়েল আহমেদের গাড়ি ও তার প্রোটেকশনে থাকা পুলিশের গাড়ি শাহবাগ থেকে উল্টো পথে বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা গাড়িটি আটকে দেয়। এসময় তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার জন্য বিচার চেয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকে।

৫. স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। সরকার তাদের দাবিগুলো মেনে নিয়েছে। পর্যায়ক্রমে এই দাবিগুলো বাস্তবায়নের কাজ চলছে।’ তিনি জনদুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

৬. শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা শাহবাগ দখলে নিয়েছে। তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন অভিভাবকরাও (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮) ;(আর টিভি লাইভ)।

৭. বাসের চাপায় দুইজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় আন্দোলন করা সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ গালি দিয়ে তোপের মুখে পড়েন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গোপীনাথ দাস। বুধবার ১ আগস্ট দুপুরে শহরের চাষাঢ়ায় শিক্ষার্থীদের ওই তোপের মুখে পড়েন তিনি। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোপীনাথকে ছেড়ে দেওয়া হয়। (নারায়নগঞ্জ নিউজ)

৮. বৃহষ্পতিবার থেকে শিক্ষামন্ত্রীর সারাদেশে একযোগে স্কুল বন্ধের ঘোষণা। (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)

৯. শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানায় অবিভাবকরা।

১০. সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সংবাদ সম্মেলন করে সমর্থন দেন বারের নেতারা। (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)

১১. গ্রেফতারকৃত সব শিক্ষার্থীকে মুক্তি দেয়ার আহ্বান জানান মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)

১২. অবিলম্বে নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান যুক্তফ্রন্ট নেতারা (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

১৩. নারায়নগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের দেখলেই হামলে পড়ছে পরিবহন শ্রমিকরা।

১৪। অবরোধের নামে শিক্ষার্থীরা যাতে রাস্তায় নামতে না পারে সেই বিষয়ে ভূমিকা রাখার জন্য অভিভাবকদের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

১৫। গাড়ির মালিক মোঃ শাহাদাত হোসেনকে র্যা ব-০১ গ্রেপ্তার করে (Dhaka Tribune 01 august 2018); (The Daily Star 01 august 2018)।

১৬। নিরাপদ সড়ক ও ঘাতক চালকের বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

০২.০৮.২০১৮ বৃহস্পতিবার

০১. নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। তিনি এ আন্দোলনে সমর্থনও জানিয়েছেন তার ফেসবুক পেজে (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)।

০২. স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুই সহপাঠী হারিয়ে কোমলমতি শিক্ষার্থীরা যে প্রতিবাদ জানিয়েছে, তা যৌক্তিক। কিন্তু এ কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। তা ছাড়া কোমলমতি এই শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে অন্তর্ঘাতমূলক তৎপরতা (সাবোটাজ) ও দুর্ঘটনা ঘটতে পারে। তাই কোমলমতি শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, যথেষ্ট হয়েছে, তোমরা ক্লাসে ফিরে যাও, বাসায় ফিরে যাও (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)।

০৩. প্রধান মন্ত্রীর দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান প্রদান। (দৈনিক যুগান্তর ০১ আগষ্ট ২০১৮)

০৪. শনিরআখড়ায় গাড়ি চালক ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)

০৫. লাইসেন্স না থাকায় সিদ্ধিরগঞ্জ থানার ওসির গাড়ি (ঢাকা মেট্রো-গ ১২৬৫৮৪) আটকে দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)

০৬. চালকের লাইসেন্স না থাকায় পানিসম্পদমন্ত্রী মঞ্জুকে গাড়ি রেখে যেতে বাধ্য করে শিক্ষার্থীরা। (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)

০৭. বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষার্থীদের সংহতি। (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)

০৮. মিরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা ও পুলিশের ফাকা গুলি। প্রত্যাক্ষদর্শীরা জানান, হামলাকারী যুবকদের মধ্যে কিছু সংখ্যক স্থানীয় যুবলীগকর্মী ও কিছু ভাষানটেক লেগুনা স্ট্যান্ডের পরিবহন শ্রমিক ছিল। (The Daily Star 03 August 2018); (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)।

০৯. রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের তল্লাশিতে ডিবির গাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার। (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)

১০. চতুর্থ দিন থেকে ছাত্রদের সঙ্গে রাজপথে নামেন তারকারা। (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)

১১. নিরপদ সড়কের দাবিতে স্লোগান আর পোস্টার প্লাকার্ড হাতে পুলিশের গায়ে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে আন্দোলনে নামে রংপুরের ক্ষুদে শিক্ষার্থীরা। কিশোরগঞ্জে ফুল বিতরণ করে আন্দোলন। (দৈনিক প্রথম আলো ০৪ আগষ্ট ২০১৮); (দৈনিক যুগান্তর ০২ আগষ্ট ২০১৮)

১২. রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ৪২ জনকে টিসি প্রদান।

১৩. ফেনী শহরের গ্রান্ড ট্র্যাঙ্ক রোডে নিরাপদ সড়কের দাবিতে মিছিল বের করে ফেনী সিটি কলেজ ও পলিটেকনিকের শিক্ষার্থীরা। মিছিল শেষে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের দিকে যাচ্ছিল। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর সিটি কলেজের সামনে থেকে ৬ ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়।

১৪. পুলিশের ডি আই জির গাড়ী আটক।

০৩.০৮.২০১৮ শুক্রবার

০১. দেশজুড়ে অঘোষিত ধর্মঘট। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

০২. নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও ধারণ করায় দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম প্রিয়.কমের অফিসে হামলা করে দুর্বৃত্তরা। এসময়ে তারা প্রিয়.কমের রিপোর্টার প্রুদীপকে মারপিট করে। নিউজ হেড তাকে ছাড়াতে গেলে তারা অফিসে ঢুকে তার উপরও চড়াও হয়। (দৈনিক যুগান্তর ০৩ আগষ্ট ২০১৮)

০৩. বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। (দৈনিক যুগান্তর ০৩ আগষ্ট ২০১৮)

৪. নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে চলমান আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনের নেতারা। শনিবার ধর্মঘটের ডাক দিয়ে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, শনিবার সকাল থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস ও পরীক্ষা হবে না এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি চলাচল করবে না। কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও নাগরিকদের এ ধর্মঘটে অংশগ্রহণের অনুরোধ করা হয় (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

০৪.০৮.২০১৮ শনিবার

০১. রাজধানীর মিরপুরে ১০নং এ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে ছাত্ররা। এসময় ওই মিছিলে স্থানীয় ছাত্রলীগের ৩০-৩৫জন কর্মী দৌড়ে পালিয়ে যায়। (The Daily Star 04 August 2018) ; (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

chapati

০২. বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি মেয়াদোত্তীর্ণ পিকআপ আটক করে আইনি ব্যবস্থা নিতে বাধ্য করে কিশোর শিক্ষার্থীরা। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

০৩. দুপুর ২টার সময় জিগাতলায় কিশোর ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের ত্রিমুখী হামলা হয়। এসময়ে কয়েক রাউন্ড ফাকা গুলির আওয়াজ শোনা যায়। প্রত্যাক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে চারটার দিকে আওয়ামীলীগের অফিসের দিক থেকে ছোঁড়া ইট-পাটকেল বিজিবি সদস্যদের গায়ে পড়লে কয়েকজন বিজিবি সদস্য আহত হয়। তখন ৪০-৫০জন বিজিবি বেরিয়ে এসে দুই পক্ষকে নিবৃত করে আবার ফিরে যায়। এসময়ে হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয়, তাদের ক্যামেরা ভেঙ্গে ফেলে। তখন কমপক্ষে ৫জন সাংবাদিক আহত হন। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮); (The Daily Star 05 August 2018); (The Daily Star 05 August 2018)।

০৪. রেলমন্ত্রীর গাড়ী উলটো পথে যাওয়ায় শিক্ষার্থীরা ফিরিয়ে দেয়। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

০৫. সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করার সময় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ছাত্রীসহ ৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটককৃত শিক্ষার্থীরা হলেন, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের (বিজ্ঞান) ছাত্র সিহাবুল হাসান, একই বিভাগের মেহেদী হাসান, সাইদ বাশার ও সানজানা তৌফিকী। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

৬. যুগান্তর আর ঢাকা ট্রিবিউনের লাইভে ছাত্রদের অভিযোগ, পুলিশের চোখের সামনে ছাত্রলীগ চারজন ছাত্রীকে তুলে নিয়ে ধানমণ্ডী পার্টি অফিসে আটকে রেখেছে। একজন ছাত্রকে চোখে গুলি করেছে ছাত্রলীগ। আরো অসংখ্য ছাত্র গুরুতর আহত।

৭. গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ছাত্রলীগ-যুবলীগ নিয়ে পুলিশের ‘আন্দোলন দমন’ বেআইনি। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

০৮. শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপি নেতা আমির খসরুর অডিও ফাঁস হয়। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

০৯. রাত সাড়ে আটটা থেকে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

১০. সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বুয়েট শিক্ষার্থীরা। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

১১. শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর উত্তাল হয়ে উঠে। পরদিন সাধারণ শিক্ষার্থীরা ঢাকা পদযাত্রার ঘোষণা দেয়। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

১২. ফেসবুক লাইভে মিথ্যা সংবাদ প্রচার করার অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে আটক করা হয় (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮); (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)।

১৩. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। (দৈনিক প্রথম আলো ০৫ আগষ্ট ২০১৮)

১৪. রাত ১১টার সময়ে মার্কিন রাষ্ট্রদুত বার্ণিকাটের উপর ছাত্রলীগের হামলা হয়। (দৈনিক প্রথম আলো ০৬ আগষ্ট ২০১৮)

১৫. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপুর গুজবের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করে দুই শিক্ষার্থী গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র জোবায়ের হোসাইন ও ইমতিয়াজ আহমেদ ফাহিম। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৬। এদিনে বিভিন্ন গুজবের সৃষ্টি হয়। (দৈনিক প্রথম আলো ০৫ আগষ্ট ২০১৮)

১৭। শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা। (দৈনিক প্রথম আলো ০৫ আগষ্ট ২০১৮)

১৮। রাজধানীর জিগাতলায় পুলিশের কাঁদুনে গ্যাসের শেলে ও লাঠিপেটায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত হয়েছে। (দৈনিক প্রথম আলো ০৫ আগষ্ট ২০১৮)

১৯। শিক্ষার্থীদের উপস্থিতি তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ। (দৈনিক প্রথম আলো ০৫ আগষ্ট ২০১৮)

০৫.০৮.২০১৮ রবিবার

০১. সারাদেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা। (দৈনিক যুগান্তর ০৪ আগষ্ট ২০১৮)

০২. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাত দিন ধরে ধৈর্য ধরেছি, পুলিশকে অপমান করা হয়েছে। তিনি বলেন আওয়ামীলীগের অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবে, তাদের বল প্রয়োগ করবেনা, চুমু খাবে? (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

০৩. দুপুরে মিরপুর-২ নম্বর থেকে প্রায় তিনশ শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যায়। এ সময় ৬০-৭০টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পেছনে পেছনে যায়। পরে গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের ঘেরাও করে তাদের মিরপুর-২ এর দিকে ফেরত পাঠানো হয়। তখন শিক্ষার্থীরা মিরপুর সুইমিংপুল এলাকায় অবস্থান করে বলে জানা যায়। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

ঘটনাস্থল থেকে মানব জমিন মিরপুর প্রতিনিধি জানান, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের প্রায় তিনশ নেতাকর্মী অবস্থান নিয়েছিল। এ ছাড়া রাস্তার দুই পাশে তাদের অবস্থান করতে দেখা যায়। ওই এলাকায় সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেয়া হয় বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কাফরুল থানার এক এএসআই যুগান্তরকে বলেন, ছাত্রদের আজ রাস্তায় অবস্থান করতে দেয়া হবে না। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

০৪. সড়কে অবস্থান নেয় পরিবহন শ্রমিক-আ’লীগকর্মীরা। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

০৫. রামপুরায় শিক্ষার্থীদের ধাওয়ায় আ.লীগের মিছিল পণ্ড হয়। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

০৬. শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করা হয়। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট২০১৮)

০৭. রুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করে। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

০৮. ফার্মগেটে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বেসরকারি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে যাওয়ার সময় এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। তারা ফার্মগেটের আনন্দ সিনেমা হল পার হয়ে চার রাস্তার মোড়ে আসার আগেই হামলার শিকার হন। শিক্ষার্থীরা জানান, মাথায় হেলমেট পরা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করেন। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলকারীরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে গেলে সেখানেও হামলা হয়। হামলাকারীরা ইউনিভার্সিটির ভবনের কাচ ভাঙচুর করেন। ১৫ মিনিট পর তারা চলে যান। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

০৯. রাবি শিক্ষকদের মৌন মিছিল, শিক্ষার্থীদের মানববন্ধন।এ সময় মৌন মিছিলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি আ আল মামুন, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১০. স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র-ছাত্রীকে হুমকি দিয়ে বলেন ধৈর্যের সীমা অতিক্রম করলেই ব্যবস্থা । (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১১. অভিনেত্রী নওশাবাকে রিমান্ডে নেয়া হয়। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১২. ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৩. নিরাপদ সড়কের দাবিতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৪. শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃসত্ত্বা শিক্ষিকা গ্রেফতার। গ্রেফতার হওয়া শিক্ষিকা নুসরাত জাহান সোনিয়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নেছারাবাদ গ্রামের বাসিন্দা। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৫. শিক্ষার্থীরা আন্দোলনে নামলে দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানদের: শিক্ষামন্ত্রী (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৬. শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৬. বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। মোটরসাইকেল মহড়া থেকে এ হামলা করা হয়। মহড়ার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৭. দুপুর সাড়ে ১২টা ছেকে ৩টা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও ঝিগাতলা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদর ওপর মুহুর্মুহু হামলা করে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। অভিযোগ উঠে ১৫জন শিক্ষার্থীকে পুলিশ আটক করে। আটককৃতরা ছিল ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৮. ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগের হামলায় অন্তত পাঁচ জন ফটো সাংবাদিক আহত হয়েছেন। আজ রোববার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলার ছবি তুলতে গেলে সরকার দলীয় ছাত্র সংগঠনটির আক্রমণের শিকার হয় তারা।

আহত ফটো সাংবাদিকদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, এসোসিয়েটেড প্রেস (এপি)-এর এএম আহাদ, দৈনিক বণিক বার্তার পলাশ ও ফ্রিলেন্স ফটোজার্নালিস্ট রাহাত করিম। আহত অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। রোববার রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর এ হামলায় এপির সাংবাদিক এম এ আহাদসহ কর্তব্যরত অনেক সাংবাদিক আহত হন।

ওই এলাকায় কর্তব্যরত সাংবাদিকরা জানিয়েছেন, পরিস্থিতি এমন হয়েছিল যে, ক্যামেরা দেখলেই তেড়ে আসছিলেন তাঁরা। মাথায় হেলমেট আর হাতে রামদা-কিরিচ। কারো হাতে লাঠিসোঁটা কিংবা রড। দেশীয় অস্ত্রে সজ্জিত ছাত্রলীগ ও যুবলীগ ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে। পুলিশের সঙ্গে সঙ্গে চলছিল তারা।

নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামা শিক্ষার্থীদের ধরে ধরে পেটাচ্ছিলেন তাঁরা। রাজধানীর ধানমণ্ডিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সংবাদ কভারেজের বিষয়টি টের পেয়ে তারা সাংবাদিকদের ওপর হামলে পড়ে। এ সময় অন্তত পাঁচজন সাংবাদিককে মারধর করেছে তারা।

আহত সাংবাদিকরা হলেন এপি’র এম এ আহাদ, দৈনিক বনিক বার্তার পলাশ শিকদার, নিউজ পোর্টাল বিডি মর্নিং আবু সুফিয়ান জুয়েল, দৈনিক জনকণ্ঠের জাওয়াদ ও প্রথম আলোর সিনিয়র ফটোগ্রাফার সাজিদ হোসেন ও প্রতিবেদক আহম্মেদ দীপ্ত। এছাড়া ফ্রিল্যান্স সাংবাদিক ও আলোকচিত্রীরা ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে আহতরা হলেন রাহাত করীম, এনামুল হাসান, মারজুক হাসান, হাসান জুবায়ের ও এন কায়ের হাসিন উল্লেখযোগ্য।

(The Daily Star 06 August 2018); (The Daily Star 06 August 2018) ; (The Daily Star 05 August 2018) (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

১৯. নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং গোলচত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময়ে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তখন কয়েকজনকে ধরে বেধড়ক পিটুনি দেয় শিক্ষার্থীরা। এতে আহত হয় তুরাগ থানার ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক আরিফুর রহমান। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

২০. রাজধানীর ফার্মগেটে দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় একদল ব্যক্তি। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। এ বিষয়ে তেজগাও থানার ওসি মাজহারুল ইসলামের মোবাইল ফোনে মানব জমিনের স্টাফ রিপোর্টার সত্যতা জানতে চাইলে তাকে গালাগাল করে। মোবাইল নং ০১৭১৩৩৭৩১৮০। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

২১. ফেসবুক প্রচারনায় তিনজন গ্রেফতার, গ্রেফতারকৃতরা হলেন- মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮)

২২। বিকেলে দাবির পক্ষে খুলনা নগরের শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে ২৪ ঘণ্টার জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে ক্যাম্পাসের মধ্যে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন তাঁরা। দুপুরের দিকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে যেতে চাইলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় ফটকের একপাশে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকসহ অন্য কর্মকর্তারা অবস্থান নেন। ফটকের অন্য পাশে শিক্ষার্থীরা দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন।

২৩। দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক হ্যাপি বলেন, সাধারণ ছাত্রদের যে প্রতিবাদ, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাদের সব দাবি তিনি মেনে নিয়েছেন। তিনি বলেন, তার পরও শিক্ষাঙ্গনকে অশান্ত করার জন্য যারা রাজপথে অরাজকতা করছেন, দেশে অরাজকতা করছেন, তাদের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা এখানে অবস্থান নিয়েছি। (দৈনিক যুগান্তর ২০১৮)

২৪। মার্কিন দুতাবাস বলেন- তবে শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে থাকা হাজার হাজার তরুণের ওপর নৃশংস হামলা ও হিংস্রতাকে সমর্থন করা যায় না। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

২৪। প্রায় চব্বিশ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেটের গ্রাহকরা ফোর-জি ও থ্রি-জি সেবা পেতে শুরু করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ইন্টারনেট গতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু সময়ের মধ্যেই গ্রাহকরা আগের মত গতি পাবেন ইন্টারনেটে।

ফেসবুকের মাধ্যমে যেন কোনো গুজব ছড়াতে না পারে এজন্য ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল বলে বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছিলেন।

মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তা তখন বলেছিলেন, ইন্টারনেটের গতি ১২৮ কেবিপিএসে নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

২৫। শহিদুল আলম অপহরন। দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান বলেন, রাতে ১০ টার দিকে তার নিজ বাসা থেকে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে গেছে। রাতে তিনি ধানমণ্ডি মডেল থানায় অপহরণের মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগ হিসেবে গ্রহণ করেছে। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮)
Shahidul

২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের বিচার দাবিতে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় জাতিসংঘ। (দৈনিক যুগান্তর ০৫ আগষ্ট ২০১৮)

০৬.০৮.২০১৮০ সোমবার

০১. ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে পুলিশ ও সরকার দলীয় বাহিনীর সাথে ছাত্রদের সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিলে মেরুল বাড্ডার দিক থেকে একদল যুবক লাঠি নিয়ে তাদের ধাওয়া দেয়। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮)

লাঠি হাতে যুববকদের মধ্যে বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদেরও দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। (The Daily Star 07 August 2018) (দৈনিক যুগান্তর ২০১৮)

০২. বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে কলকাতার শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে তারা ইতিমধ্যে ফেসবুকে একটি ইভেন্টও খুলেছেন। ওই ইভেন্টের নাম দেয়া হয়েছে-‘চলুক গুলি, টিয়ার গ্যাস পাশে আছি বাংলাদেশ’।

০৩. বিক্ষোভকালে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হানা দিয়ে ১১ শিক্ষার্থী আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যায় পুলিশ। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮)

০৪. নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন–সম্পর্কিত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহীদুল আলমকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনও করে পুলিশ। সোমবার বিকালে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। (The Daily Star 07 August 2018)

০৫। দুপুর ১২টার দিকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে দুপুর দেড়টার দিকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংগঠিত হয়ে পুলিশকে ধাওয়া করেন। (দৈনিক যুগান্তর ২ আগষ্ট ০১৮)

০৬। নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ এবং আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএনপিপন্থী শিক্ষকরা।

সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধন আয়োজন করেন ইংরেজি ও দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

পরে মানববন্ধনে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌন মিছিল শেষে মঙ্গলবার বেলা ১১টায় একই কর্মসূচি পালন করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবন চত্বরে মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল)।

সাদাদলের আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মামুন-উর রশিদ, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা বেগম, রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ-উজ জামান প্রমুখ। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ০১৮)

০৭। শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেয়ার জন্য গুজব ছড়ানোর অভিযোগে ছাত্র ফেডারেশনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. মহসীন যুগান্তরকে জানান, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন (২৩), রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০), ইমদাদুল হক ওরফে আশিক (২৪) ও আব্দুল্লাহ আল সাহেদের (২০) বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করে কোতোয়ালি থানা পুলিশ। (দৈনিক যুগান্তর ০৭ আগষ্ট ২০১৮)

০৮। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সভা মানব বন্ধন। ৭২ঘন্টার মধ্যে দোষীদের আটকের দাবী। (The Daily Star 08 August 2018) (The Daily Star 07 August 2018) (দৈনিক প্রথম আলো ০৭ আগষ্ট ২০১৮) (দৈনিক যুগান্তর ০৭ আগষ্ট ২০১৮)

০৮। ইস্ট ওয়েস্ট ও ব্রক বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা। (দৈনিক প্রথম আলো ০৬ আগষ্ট ২০১৮)

০৯। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের করা আন্দোলন নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে নোয়াখালীতে স্কুলশিক্ষকসহ দুজনকে আটক করে পুলিশ। (দৈনিক প্রথম আলো ০৭ আগষ্ট ২০১৮)

১০। নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ এবং নিহত দুই শিক্ষার্থীর ঘাতক বাসচালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর ৯ থানায় ২৮টি মামলা হয়েছে। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮)

১১। ২২ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক।। (The Daily Star 08 August 2018) (দৈনিক প্রথম আলো ০৭ আগষ্ট ২০১৮)

১২। রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর করেছে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮) (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮)

১৩। সিলেটে পঞ্চম দিনের মতো সোমবারও রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এতে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীরা অংশ নেয়। (দৈনিক যুগান্তর ০৬ আগষ্ট ২০১৮)

০৭.০৮.২০১৮ মঙ্গল বার

১. পরীক্ষার খাতায় ‘we want justice’ স্লোগান লিখে প্রতিবাদ জানিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন কলেজের দশম শ্রেণির ৩৫০ শিক্ষার্থী। পরে হল থেকে বের হয়ে তারা কলেজ প্রাঙ্গণে সম্মেলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে স্কুল ত্যাগ করে। (দৈনিক যুগান্তর ০৯ আগষ্ট ২০১৮)

০২. আন্দোলনের সময় আটককৃতদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। মঙ্গলবার তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এরপর শাহবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে মোট ৮৮ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে দেয়া হয়। এদের মধ্যে ৩৭ জনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ৫১ জনকে শাহবাগ থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। (দৈনিক যুগান্তর ০৭ আগষ্ট ২০১৮) (দৈনিক যুগান্তর ০৮ আগষ্ট ২০১৮)

০৩। রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথচারীদের তল্লাশি করেছে পুলিশ। এ সময় ব্যাগে বই না থাকায় এক শিক্ষার্থীকে এবং আচরণ ভালো নয় বলে আরেক শিক্ষার্থীকে আটক করা হয়।

০৪। শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে ঈদুল আজহার বন্ধ দেয়ার কথা থাকলেও তা ১২ দিন এগিয়ে এনে মঙ্গলবার থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। (দৈনিক যুগান্তর ০৭ আগষ্ট ২০১৮)

০৫। নড়াইলে নিরাপদ সড়ক আন্দোলনের নামে ফেসবুক ও ম্যাসেঞ্জাজারে বিভিন্ন গুজব ছড়িয়ে দেয়াসহ নাশকতা পরিকল্পনার অভিযোগে ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এর আগে সোমবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে মঙ্গলবার ওই ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলাসহ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। (দৈনিক যুগান্তর ০৭ আগষ্ট ২০১৮)

আটককৃত শিক্ষার্থীরা হলেন-যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার মহিবুল্লাহ গালিব (২০), যশোরের চান্দুটিয়া এলাকার রাকিব হাসান (২২), নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের মুন্সী সাবের আহম্মেদ (২১) ও মিলন মোল্যা (২০), নড়াগাতি থানার মাউলী গ্রামের রেজা শেখ মিলন (২১) ও কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার হাসান সরদার (১৯)। আটককৃতরা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

০৬. রাত ১২টার দিকে বুয়েট শিক্ষার্থী ছাত্রলীগের মারধরের শিকার। শিক্ষার্থী হল- বুয়েটের ১৫তম ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. দাঈয়ান নাফিস প্রধান। নাম প্রকাশে অনিচ্ছুক তার সহপাঠীরা জানান, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ২০-২৫টি মোটরসাইকেলে করে বুয়েটের শেরেবাংলা হলে প্রবেশ করেন। সেখানে তারা বুয়েট শিক্ষার্থী দাঈয়ানকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন। (দৈনিক যুগান্তর ০৮ আগষ্ট ২০১৮)

০৮। শহীদুল আলমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ। (The Daily Star 2018) (দৈনিক প্রথম আলো ০৯ আগষ্ট ২০১৮)

০৮.০৮.২০১৮ বুধবার

০১. নিরাপদ সড়ক চাই আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, ছাত্রলীগ, আইনশৃঙ্খলা নিয়ে কটূক্তি, ভ্রান্তিকর গুজব ছড়ানোর অভিযোগে ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হচ্ছেন ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অপরাধে ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের জাকিয়া রহমান, জাকিয়া বেগম ও পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম,

ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করার অপরাধে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো নতানবীর হাসা ভ্রান্তিকর গুজব ছড়ানোর অপরাধে পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ওবায়দুল্লাহ এবং বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে নাশকতা সৃষ্টির চেষ্টা করার অপরাধে গণিত বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুহা. ইমরান হোসেন। (দৈনিক প্রথম আলো ০৮ আগষ্ট ২০১৮); (দৈনিক যুগান্তর ০৮ আগষ্ট ২০১৮)।

০২. রাত ০৯টা থেকে রাজধানীর বসুন্ধরা ও তার পার্শবর্তী আবাসিক এলাকায় পুলিশের ‘ব্লক রেইড’ অভিযান শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। (দৈনিক প্রথম আলো ০৮ আগষ্ট ২০১৮) (দৈনিক যুগান্তর ০৯ আগষ্ট ২০১৮)

০৩. সকালে উচ্চ আদালতের আদেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। তার স্বাস্থ্য পরীক্ষায় এ সময় ৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে কোনো সমস্যা নেই বলে জানায় মেডিকেল বোর্ড। পরে দুপুর ২টার দিকে তাকে পুনরায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। (দৈনিক যুগান্তর ০৮ আগষ্ট ২০১৮)

০৪. বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ভিসিদের বলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে না পারলে উপাচার্যদের (ভিসি) জবাবদিহি করতে হবে। (দৈনিক যুগান্তর ০৮ আগষ্ট ২০১৮) (দৈনিক যুগান্তর ০৯ আগষ্ট ২০১৮)

০৫। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়া ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যালব।

বুধবার দুপুরের দিকে র্যা বের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব–২

সূত্র জানায়, গ্রেফতার হওয়া তিন ব্যক্তি হলেন ১।আক্তারুজ্জামান টনি, ২।আসাদুল্লাহ আল গালিব ও. ৩।মুনইন সরকার। (দৈনিক যুগান্তর ০৮ আগষ্ট ২০১৮)

০৯.০৮.২০১৮ বৃহস্পতিবার

০১. ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগে আরিজুর রহমান জাহিদ ওরফে এ. আর. জাহিদ (২২) নামে এক কলেজছাত্রকে বগুড়ার বিহার হাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। (দৈনিক যুগান্তর ০৯ আগষ্ট২০১৮)

 তথ্যসূত্র (সংবাদপত্র এবং অ্ন্যান্য)

Dhaka Tribune. Jabal-e-Noor Paribahan owner arrested. august 01, 01 august 2018. https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2018/08/01/jabal-e-noor-paribahan-owner-arrested (accessed 09 10, 2018).

The Daily Star. 4 Daily Star journalists assaulted. August 05, 05 August 2018. https://www.thedailystar.net/frontpage/2-the-daily-star-journalists-assaulted-1616086 (accessed 08 27, 2018).

—. Arrest culprits in 72 hours. August 08, 08 August 2018. https://www.thedailystar.net/news/country/journalists-72-hour-ultimatum-to-bangladesh-government-for-arresting-attackers-1617154 (accessed August 28, 2018).

—. Attack on Journos: Outrage over journo attack. August 07, 07 August 2018. https://www.thedailystar.net/news/frontpage/attack-journos-condemnations-home-abroad-1617052 (accessed August 28, 2018).

—. Bashundhara battlefield. August 07, 07 August 2018. https://www.thedailystar.net/city/north-south-university-nsu-students-comes-under-attack-on-campus-demanding-justice-for-safe-road-1616668 (accessed August 28, 2018).

—. BCL in its element. August 05, 05 August 2018. https://www.thedailystar.net/city/bcl-ruling-party-men-attack-student-protest-road-safety-jigatola-dhanmondi-dhaka-1615828 (accessed August 27, 2018).

—. Dhaka shaken by youth spirit. august 01, 01 august 2018. https://www.thedailystar.net/frontpage/road-safety-demand-gets-louder-1614787 (accessed 08 27, 2018).

—. Journos attacked while on duty. Auguat 06, 06 August 2018. https://www.thedailystar.net/city/5-photojournalists-hurt-in-bcl-men-attack-science-lab-dhaka-student-protest-for-safe-roads-1616251 (accessed August 27, 2018).

The Daily star. Outrage over Shajahan's smile, remarks. July 31, 31 july 2018. https://www.thedailystar.net/backpage/outrage-over-shajahans-smile-remarks-1613785 (accessed 08 27, 2018).

The Daily Star. Owner of bus that killed 2 students held. august 01, 01 august 2018. https://www.thedailystar.net/city/jabal-e-noor-paribahan-bus-owner-arrested-killed-2-students-dhaka-airport-road-1614433 (accessed 09 10, 2018).

—. Protests flare up. august 01, 01 august 2018. https://www.thedailystar.net/city/students-blocked-farmgate-road-demand-safe-roads-1613830 (accessed 08 27, 2018).

—. Reckless driving takes two young lives. july 30, 30 July 2018. https://www.thedailystar.net/city/bus-kills-one-airport-road-radisson-hotel-dhaka-mob-goes-rampage-1612879 (accessed 08 26, 2818).

—. Road safety demo continues for sixth day. August 04, 04 August 2018. https://www.thedailystar.net/city/bangladesh-safe-road-movement-students-continue-demonstration-6th-day-1615426 (accessed 08 27, 2018).

—. Send Shahidul to BSMMU for treatment. 08 08, 2018. https://www.thedailystar.net/news/city/jail-authorities-asked-to-admit-photographer-shahidul-alam-bsmmu-for-treatment-1617196 (accessed 08 28, 2018).

—. Slay this monster. august 02, 02 august 2018. https://www.thedailystar.net/frontpage/slay-monster-1614772 (accessed 08 27, 2018).

—. Snapshots of a violent afternoon. August 06, 06 August 2018. https://www.thedailystar.net/frontpage/snapshots-violent-afternoon-1616572 (accessed Ahugust 27, 2018).

—. Students chased, beaten up in Mirpur, Ctg. August 03, 03 August 2018. https://www.thedailystar.net/city/protest-for-safe-roads-in-bangladesh-police-and-bcl-attack-on-students-in-dhaka-mirpur-1614967 (accessed 08 27, 2018).

—. Students sued, not attackers. August 08, 08 August 2018. https://www.thedailystar.net/news/city/22-private-university-students-remanded-for-vandalism-attacks-on-police-1617301 (accessed August 28, 2018).

—. Take action against the culprits: PM. august 01, 01 august 2018. https://www.thedailystar.net/city/take-action-against-drivers-who-are-under-age-without-driving-licence-prime-minister-office-pmo-dhaka-1613932 (accessed 08 27, 2018).

—. 'Tortured in custody'. August 07, 07 August 2018. https://www.thedailystar.net/city/whereabouts-shahidul-alam-still-unknown-family-1616650 (accessed August 28, 2018).

দৈনিক যুগান্তর. ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/tech/77165/%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. ৭ দিন ধরে ধৈর্য ধরেছি : ওবায়দুল কাদের. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/77404/%E0%A7%AD-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A7%E0%A7%88%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF--%E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A6%E0%A7%81%E (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. উল্টো পথে শিক্ষার্থীদের বাধার মুখে রেলমন্ত্রীর গাড়ি. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77144/%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. এবার সড়কে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিক-আ’লীগকর্মীরা. 08 05, ২০১৮. https://www.jugantor.com/politics/77412/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0% (accessed 09 10, 2018).

—. ছাত্র আন্দোলন : নয় থানায় ২৮ মামলা, গ্রেফতার ১৪. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77714/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8--%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A8%E0%A7%AE-%E0%A6%AE%E0%A6%BE%E (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি মেনে নিন: যুক্তফ্রন্ট. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/76150/%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%AF-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE-%E0% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76163/%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A (accessed ০৮ ২৭, ২০১৮).

—. মিরপুরে শিক্ষার্থীদের মিছিল, সরকারদলীয়দের অবস্থান. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77407/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. লাইসেন্সবিহীন ওসির গাড়ি আটকে দিলেন শিক্ষার্থীরা. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/76463/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%93%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%9F% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. শাহবাগে নৌমন্ত্রীর কুশপুতুল দাহ. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76137/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের নিরাপত্তায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77470/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষায় আটকে গেল পুলিশের গাড়ি. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76129/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীরা আন্দোলনে নামলে দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানদের: শিক্ষামন্ত্রী. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77466/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিশুরা যেন আঘাত কিংবা ক্ষতির সম্মুখীন না হয় : সেভ দ্য চিলড্রেন. আগষ্ট ০৩, ০৩ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76765/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0% (accessed আগষ্ট ২৭, ২০১৮).

দৈনিক প্রথম আলো. ‘তথ্য গোপন করতে চাইলে গুজব ছড়াবেই’. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1547971/%E2%80%98%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. আহত ৮ জন ঢাকা মেডিকেলে. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1547666/%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%AE-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছুটি. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1548631/%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. কিশোরগঞ্জে শিক্ষার্থীদের শান্ত থাকতে পুলিশের ফুলেল শুভেচ্ছা. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1546946/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. খসরুর সঙ্গে ‘আলাপে’ নওমি গ্রেপ্তার. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1547596/%E0%A6%96%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E2%80%98%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E2%80%99-%E0%A6%A8%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%9 (accessed য়াগষ্ট ২৭, ২০১৮).

—. টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1550136/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. নোয়াখালীতে গুজব ছড়ানোর অভিযোগে স্কুলশিক্ষকসহ আটক ২. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1549321/%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. বসুন্ধরায় পুলিশের ব্লক রেইড. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1550146/%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%B0%E0%A7%87 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. বার্নিকাটের গাড়িতে হামলার বিচার চায় যুক্তরাষ্ট্র. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1548656/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার ২২ ছাত্র দুই দিনের রিমান্ডে. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1549286/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শহিদুলের ওপর নির্যাতন হয়েছে কি না, পরীক্ষার নির্দেশ. আগষ্ট ০৯, ০৯ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1550756/%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1547991/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা ম্যানিটোবায়. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/durporobash/article/1547686/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান শিক্ষামন্ত্রীর. আগস্ট ০১, ০১ অগাস্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1544981/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A7%88%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0- (accessed ০৮ ২৭, ২০১৮).

—. সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1549351/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

দৈনিক বণিকবার্তা. রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত. জুলাই ৩০, ৩০ জুলাই ২০১৮. http://bonikbarta.net/bangla/news/2018-07-30/165967/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B6%E0%A6%BF%E (accessed অগাস্ট ২৭, ২০১৮).

দৈনিক যুগান্তর. ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত মতিঝিল. ০৮ ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/76128/%E0%A6%89%E0%A6%87-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A (accessed ০৯ ১০, ২০১৮).

—. ‘মন্ত্রী হাসছিলেন’ শুনে ক্ষোভ জানান মিমের বাবা. জুলাই ৩১, ৩১ জুলাই ২০১৮. https://www.jugantor.com/todays-paper/first-page/75639/%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B (accessed ১৮ ২৭, ২০১৮).

—. ৯ দফা দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ (ভিডিও). আগষ্ট ১১, ১১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/76171/%E0%A7%AF-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 (accessed ০৯ ১০, ২০১৮).

—. অঘোষিত পরিবহন ধর্মঘটে অসহনীয় দুর্ভোগ. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77136/%E0%A6%85%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%A8%E0%A (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. অবরোধের নামে শিক্ষার্থীরা যেন রাস্তায় নামতে না পারে. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/76151/%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE-%E0%A (accessed ০৮ ২৮, ২০১৮).

—. অবশেষে ক্ষমা চাইলেন শাজাহান খান. জুলাই ৩১, ৩১ জুলাই ২০১৮. https://www.jugantor.com/national/75816/%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A (accessed ০৯ ১০, ২০১৮).

—. অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ আটক. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77169/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%87%E0%A (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. অভিনেত্রী নওশাবার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে র্যাব. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1547646/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. আবারও ডিবি হেফাজতে শহীদুল আলম. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/78494/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. আহছানউল্লাহ ইউনিভার্সিটিতে বিক্ষোভ, ১১ শিক্ষার্থী আটক. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77740/%E0%A6%86%E0%A6%B9%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ইবি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77430/%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. উত্তরায় শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্রলীগকে পিটুনি. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77418/%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. উত্তরায় সহিংসতা: বিমানবন্দর সড়কে বাস চলাচল স্বাভাবিক. ০৭ ৩১, ২০১৮. https://www.jugantor.com/capital/75834/%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. উত্তরায় সহিংসতা: বিমানবন্দর সড়কে বাস চলাচল স্বাভাবিক. জুলাই ৩১, ৩১ জুলাই ২০১৮. https://www.jugantor.com/capital/75834/%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6% (accessed ০৯ ১০, ২০১৮).

—. এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজের. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76347/%E0%A6%8F%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2-%E0 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. এবার যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের গাড়িচাপা, ছাত্রলীগ-যুবলীগের হামলা. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/76126/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. এবার সড়কে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিক-আ’লীগকর্মীরা. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/77412/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0% (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. গুজব ছড়ানোয় চট্টগ্রামে ছাত্র ফেডারেশনের ২ নেতা গ্রেফতার. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/78135/%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. গ্রেফতার ৪২ শিক্ষার্থীর জামিন. 08 19, ২০১৮. www.jugantor.com (accessed 09 11, 2018).

—. গ্রেফতারকৃত শিক্ষার্থীর মুক্তি দাবি ফখরুলের. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/76139/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. ছাত্র আন্দোলন : ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/78472/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8--%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC-%E0% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে প্রচারণা, রাজধানীতে গ্রেফতার ৩. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77741/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ছাত্রলীগ-যুবলীগ নিয়ে পুলিশের ‘আন্দোলন দমন’ বেআইনি. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/77155/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. জামিন পেলেন কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহার. 08 27, ২০১৮. https://www.jugantor.com/national/84017/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0% (accessed 09 11, 2018).

—. জামিন পেলেন ফারিয়া মাহজাবিন. 08 28, ২০১৮. https://www.jugantor.com/national/84390/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A (accessed 09 11, 2018).

—. জিগাতলায় শিক্ষার্থীদের ওপর ত্রিমুখী হামলা (লাইভ ভিডিও). আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77133/%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. ডিবি কার্যালয়ে আলোকচিত্রী শহীদুল আলম. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77721/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৯ ছাত্র. 08 20, ২০১৮. https://www.jugantor.com/national/82793/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A (accessed 09 11, 2018).

—. ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77473/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. তেজগাঁও থেকে আটক ৩৭ ছাত্রকে ছেড়ে দিয়েছে পুলিশ. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/78101/%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9C%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%A9%E0%A7%AD-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. থানা ঘেরাও, চাপে মুক্ত ৮৮ শিক্ষার্থী. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/todays-paper/first-page/78179/%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%98%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A7%AE%E0%A7%AE-%E0%A6%B6%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. দিয়া-করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.prothomalo.com/bangladesh/article/1545526/%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A6-%E0%A6%B2%E0%A6%B (accessed ০৮ ২৭, ২০১৮).

—. দুই শিক্ষার্থী নিহতের মামলায় বাসচালকসহ ৪ জন কারাগারে. জুলাই ৩১, ৩১ জুলাই ২০১৮. https://www.jugantor.com/capital/75841/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. ধানমণ্ডিতে শিক্ষার্থীদের পরীক্ষায় আটকে গেল বিজিবির মেয়াদোত্তীর্ণ গাড়ি. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77130/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. ধৈর্যের সীমা অতিক্রম করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77422/%E0%A6%A7%E0%A7%88%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. নড়াইলে ফেসবুকে গুজব ছড়ানোয় ৬ শিক্ষার্থী গ্রেফতার. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/78162/%E0%A6%A8%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F- (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. নর্থসাউথসহ ৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া. আগষ্ট 06, ২ আগষ্ট ০১৮. https://www.jugantor.com/capital/77738/%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A5%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%A9-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7% (accessed আগষ্ট 28, 2018).

—. নিরাপদ সড়ক ও ঘাতক চালকের বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76123/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0 (accessed ০৯ ১০, ২০১৮).

—. পরিবেশ অস্থিতিশীল হলে জবাবদিহি করতে হবে ভিসিদের. আগষ্ট ০৯, ০৯ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/todays-paper/first-page/78582/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%B (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. পানিসম্পদমন্ত্রী মঞ্জুকে গাড়ি রেখে যেতে বাধ্য করলেন শিক্ষার্থীরা. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76473/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. পুলিশের গায়ে ফুলের পাপড়ি ছিটিয়ে আন্দোলনে রংপুরের ক্ষুদে শিক্ষার্থীরা. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/76505/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BF (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. ফার্মগেটে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77410/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%97%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. ফিরছে ফোর-জি ও থ্রি-জি. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/tech/77484/%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BF (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ফেসবুকে ছাত্রলীগ নেতার স্ট্যাটাসে কমেন্ট করে কারাগারে দুই শিক্ষার্থী. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77457/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, কলেজছাত্র গ্রেফতার. আগষ্ট ০৯, ০৯ আগষ্ট২০১৮. https://www.jugantor.com/country-news/78821/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. বসুন্ধরা আবাসিকে পুলিশের ‘ব্লক রেইড’ সমাপ্ত. আগষ্ট ০৯, ০৯ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/78578/%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষার্থীদের সংহতি. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/exile/76486/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, শাজাহান খানের পদত্যাগ দাবি. ০৭ ৩০, ২০১৮. https://www.jugantor.com/capital/75467/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7% (accessed ০৮ ০৭, ২০১৮).

—. বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, শাজাহান খানের পদত্যাগ দাবি. জুলাই ৩০, ৩০ জুলাই ২০১৮. https://www.jugantor.com/capital/75467/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7% (accessed ১৯ ১১, ২০১৮).

—. বুয়েটছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/78432/%E0%A6%AC%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9F%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ভিকারুননিসার ৩ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষার খাতায় ‘we want justice’ স্লোগান (ভিডিও). আগষ্ট ০৯, ০৯ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/78851/%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%A9-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ভিসিদের প্রতি শিক্ষামন্ত্রীর ৫ নির্দেশনা. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/78511/%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/76186/%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E (accessed ০৯ ১০, ২০১৮).

—. মিরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/76487/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. মিরপুরে ছাত্রদের ধাওয়া খেয়ে পালাল ছাত্রলীগ. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77123/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%96%E0%A7%87%E0%A7%9F%E0%A7 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. মিরপুরে শিক্ষার্থীদের মিছিল, সরকারদলীয়দের অবস্থান. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77407/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6% (accessed সেপ্টেম্বর ১০, ২০১৮).

—. রাজধানীজুড়ে ছাত্র বিক্ষোভ, অচলাবস্থা. 07 31, 2018. https://www.jugantor.com/capital/75803/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%9C%E0%A7%81%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD-%E0%A6 (accessed 08 27, 2018).

—. রাবি শিক্ষকদের মৌন মিছিল, শিক্ষার্থীদের মানববন্ধন. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77420/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. রামপুরায় শিক্ষার্থীদের ধাওয়ায় আ.লীগের মিছিল পণ্ড. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77413/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6% (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. রামপুরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ চলছে. 08 06, ২০১৮. https://www.jugantor.com/capital/77716/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7% (accessed 09 10, 2018).

—. রামপুরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ চলছে. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77716/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. রুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77416/%E0%A6%B0%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. রোববার থেকে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ ঘোষণা. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77128/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. র্যাবের জিজ্ঞাসাবাদে যা জানালেন অভিনেত্রী নওশাবা. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77330/%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9C%E0%A (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. লাইসেন্স দেখাতে না পারায় সাংসদ পঙ্কজ দেবনাথ অবরুদ্ধ. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76469/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BE%E0% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের মিছিলে জলকামান ও কাঁদানে গ্যাস, আহত ১২. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77745/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপি নেতা আমির খসরুর অডিও ফাঁস. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/77159/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ছড়ানোয় ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৬ জন বহিষ্কার. আগষ্ট ০৮, ০৮ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/78522/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের আন্দোলনে সুপ্রিমকোর্ট বারের সমর্থন. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/politics/76170/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6 (accessed ০৮ ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস, অন্তঃসত্ত্বা শিক্ষিকা গ্রেফতার. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/77439/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর উঠে গেল জাবালে নূর বাস, নিহত ২. জুলাই ২৯, ৯ জুলাই ২০১৮. https://www.jugantor.com/national/75189/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9C%E0% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77168/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%9 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল (ভিডিও). আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77479/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%9 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হামলার তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে ওসির গালমন্দ! আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77424/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক কোটা আন্দোলনকারীদের. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76845/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ চলছে. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77743/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট২০১৮. https://www.jugantor.com/campus/77415/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থী ও সাদাদলের মানববন্ধন. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ০১৮. https://www.jugantor.com/campus/77734/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও করায় প্রিয়.কমের অফিসে হামলা. আগষ্ট ০৩, ০৩ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76831/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A (accessed ০৯৮ ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের ওপর হিংস্র হামলা সমর্থন করা যায় না: মার্কিন দূতাবাস. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77460/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B9%E0%A (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. শিক্ষার্থীদের তল্লাশিতে ডিবির গাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/76493/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A1%E0%A6% (accessed আগ|ষ্ট ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76134/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0% (accessed ০৮ ২৭, ২০১৮).

—. শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর. আগষ্ট ০১, ০১ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/76134/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0% (accessed ০৮ ২৮, ২০১৮).

—. শুধু ফেসবুকে নয়, স্লোগানে স্লোগানে রাজপথেও তারকারা. আগষ্ট ০২, ০২ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/entertainment/76494/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8 (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. সংঘর্ষের আশঙ্কায় আগাম বন্ধ হলো চুয়েট. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/78159/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বুয়েট শিক্ষার্থীরা (ভিডিও). আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77166/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A (accessed ০৮ ২৭, ২০১৮).

—. সাংবাদিকদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা, আহত ১০. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/77480/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম. আগষ্ট ০৭, ০৭ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/national/78078/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6 (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. সাতক্ষীরায় শিক্ষার্থীদের কর্মসূচি থেকে ছাত্রীসহ আটক ৪. আগষ্ট ০৪, ০৪ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/77152/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E (accessed আগষ্ট ২৭, ২০১৮).

—. সায়েন্স ল্যাবরেটরি-ঝিগাতলায় শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/capital/77421/%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%B2%E0%A6% (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. সিলেটে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত. আগষ্ট ০৬, ০৬ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/country-news/77752/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E (accessed আগষ্ট ২৮, ২০১৮).

—. হাবিপ্রবির শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ. আগষ্ট ০৫, ০৫ আগষ্ট ২০১৮. https://www.jugantor.com/campus/77437/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A (accessed আগষ্ট ২৮, ২০১৮).

প্রতিনিধি, কুষ্টিয়া. প্রধানমন্ত্রীকে কটূক্তির স্ট্যাটাস শেয়ার করায় প্রধান শিক্ষক আটক. 08 13, 2018. https://www.jugantor.com/country-news/80366/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%9F%E0%A7%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E (accessed 08 28, 2018).

রিপোর্ট, যুগান্তর. ছাত্র আন্দোলনে উসকানির অভিযোগে ৫১ মামলায় গ্রেফতার ৯৭. 08 15, 2018. https://www.jugantor.com/national/81053/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%89%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A (accessed 08 28, 2018).

 

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।