ক্ষম ক্ষম অপরাধ


ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।
বড় সংকটে[১] পড়িয়ে দয়াল বারেবার ডাকি তোমায়
      ক্ষম ক্ষম অপরাধ।।

তোমারি ক্ষমতায় আমি
যা ইচ্ছা তাই করো তুমি
রাখো মারো সে নাম নামী
      তোমারই এই জগৎময়।।

পাপী অধ্ম তরাইতে সাঁই
(তোমার) পতিত পাবন নাম শুনতে পাই
সত্য মিথ্যা জানবো হেথায়
     তরাইলে আজ আমায়।।

কসুর পেয়ে মার যারে
আবার দয়া হয় গো তারে
লালন বলে এ সংসারে
    আমি কি তোর কেহই নয়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।