সামান্যে কি সে ধন পাবে


সামান্যে কি সে ধন পাবে
দ্বীনের অধীনে হয়ে চরন সাধিতে হবে।।

গুরু পদে কি না হল
কত বাদশা বাদশাহি ছাড়িল
কত কুলবতীর কুল গেল
     কালারে ভেবে।।

গুরু পদে কতজনা
বিনামূল্যে হয়ে কেনা
করে গুরুর দাস্যপনা
       সে ধনের লোভে।।

কত যোগী মুনি ঋষি
যুগ যুগান্তর বনবাসী
পাবে বলে কালশশী
      বসেছে স্তবে।।

গুরুপদে যাহার আশা
অন্য ধনে নাই লালশা
লালন ভেড়োর বুদ্বি নাশা
      ম’ল ধোঁয়াশা[১] ভেবে।।

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।