কিসে পাবি ত্রাণ


কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
গুরু চরণতরী তারণ করবে অকপটে।।

নদির মাঝে মাঝে আসে জ্ঞান
প্রাণে ডাকো ভক্তির বান
হয়ো নারে অজ্ঞান
     রবি যে বসল পাটে।।

রিপু ছয়টা কর বশ
ছাড় বৃথা রঙ্গ রস
কাজেতে হইলে অলস
   পড়ে রবি পার ঘাটে।।

দেহ ব্যাধির সিদ্ধির
পদ্মপত্রে যথা নীর
জীবন তথা হয় অস্থির
   কোন সময় কিবা ঘটে।।

সিরাজ সাঁই বলেরে লালন
বৈদিকে ভুলনা মন
একনিষ্ঠ মন কর সাধন
   বিকার তোমার যাবে ছুটে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।