দিনে দিনে হল আমার দিন আখেরি


দিনে দিনে হল আমার দিন আখেরি
ছিলাম কোথায় এলাম হেথায়
      যাবো কোথায় সদা ভাবে মরি।।

বসত করি দিবা রাতে
ষোল জন বোম্বেটের সাথে
যেতে দেয় না সরল পথে
       আমায় কাজে কামে করে তাগাদারি

বাল্যকাল খেলাতে গেল
যৌবনে কলংক হল
বৃদ্ধকাল সামনে এল
     মহাকালে করল অধিকারী

যে আশায় প’ল ভগ্ন দশা
লালন বলে হায় কী দশা
     উজান যেতে ভাটি প’ল তরী।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।