বল কারে খুঁজিস ক্ষেপা দেশ বিদেশে


বল কারে খুঁজিস ক্ষেপা দেশ বিদেশে
আপন ঘর খুজলে রতন পায় অনাসে।।

দোড়াদৌড়া দিল্লি লাহোর
আপন কোলে রয় ঘোর
নিরূপ আলেক সাঁই মোর
         ৰআত্মারূপ সে।।

যে লীলা ব্রহ্মাণ্ডের পর
যে লীলা ভাণ্ড মাঝার
ডাকা যমন চন্দ্র আকার
       মেঘের পাশে।।

আপনাকে আপনি চেনা
সেই নবটে উপসনা
লালন কয় আলেক বেনা
       হয় তার দিশে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।