নইলে দশা  ঘটতো নারে


নইলে দশা ঘটতো নারে
ঘটতো নারে মোর জীবনে
   দাসের যোগ্য নই চরণে ।।

পদে যদি দাসী হতাম
চরণে রাখতেন গুণধাম
থাকতো নারে আসক্তি-কাম
   দুরে যেত ভয় শমনের ॥

জানা গেল বেদ পুরানে
ভক্তের বাক্য সবাই মানে
তোমা বিনে যাই কোন খানে
   পদে রেখ দীনহীনে ॥

কেঁদে বলে বংশীধারী
দাসের ভার কি এতোই ভারী
লালন বলে দেখবো তারি
   দেখবো রে স্বরূপ সাধনে ॥


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।