বড় নিগুমেতে আছেন গো সাঁই


বড় নিগুমেতে আছেন গো সাঁই

যেখানেতে আছে মানুষ

সেথা চন্দ্র সূর্যের বারাম নাই ॥

 

চন্দ্র সূর্য যে গড়েছে

ডিম্ব রূপে সেই ভেসেছে

একদিনে হিল্লোল এসে

নিরঞ্জনের জন্ম হয় ॥

 

হাওয়াদ্বারী দিল-কুঠুরী

মানুষ আছে শূন্যপুরী

শূন্যকারে শূন্য বাড়ি

মানুষ রয় মানুষের ঠাই ॥

 

আপ্ততত্ত্ব পরম তত্ত্ব

বৃন্দাবনে নিগূঢ় অর্থ

লালন বলে নিগূঢ় পদার্থ

সেই ধামেতে মানুষ নাই ॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।