রাছুলকে তা চিনতে নারে

রাছুলকে তা চিনতে নারে।।
রাছুল পয়দা হলেন আল্লার নূরে।।
রাছুল মানুষ চিনলে পরেরে,আল্লা তারে দয়া করে,
দেল আরশে আল্লা নবী,দুজনাতে বিহারে করে।।
নয়নে না দেখলাম যারেরে,কি মতে ভজিব তারে,
নীচের বালু না গনিয়ে আকাশে ধরছ অন্ধকারে।।
রাছুল মানুষের সঙ্গ নিলেরে,যম যাতনা যেত দূরে,
লালন বলে রাছুলেরে না চিনে,পড়েছিল ফেরে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন