নবীর অঙ্গে জগতে পয়দা হয়


নবীর অঙ্গে জগতে পয়দা হয়।।
সেই যে আকার কি হল তার, কে করে নির্ণয়।।

আবদুল্লার ঘরেতে বল, কিরূপে সে জন্ম নিল,
মূল দেহ তার কোথায় ছিল, সুধাব কোথায়।।

কিরূপে নবীর জান সে, যুক্ত হয় যে বাপের বীজে,
আব হায়াতে নাম লিখেছে, হাওয়া নাই সেথায়।।

এক জানে দুই কায়া ধরে কেউ পাপ কেউ পুণ্য করে,
কি হবে তার রোজ হাসরে হিসেবের সময়।।

নবী ভেদ পায় একান্তি,
ঘুচে যায় তার মনের ভ্রান্তি দৃষ্ট হয়,
তার আলেক পান্তি, লালন ফকির কয়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।