সে যারে বোঝায় সেই বোঝে


সে যারে বোঝায় সেই বোঝে।।
মক্কর উল্লার মক্কর বোঝা, সাধ্য কার আছে।।

যথা কাল্লা, তেমনি রে সে মক্কর উল্লা,
মনের চক্ষু থাকতে ঘোলা, মক্কা পায় কিসে।।

এরফানী কেতাব রে ভাই, হরফ নোক্তা তার কিছু নাই,
তাই ঢুড়িলে খোদাকে পায়, খোদে বলেছে।।

এলম লাদুন্নী হয় যার, সর্ব ভেদ মালুম হয় তার,
সিরাজ সাঁই কয় লালন তোমার, বৃদ্ধি অকেজো।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।