আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে


আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
রোজা আর নামাজ শরিয়তের কাজ
     ঠিক শরিয়ত বলছ কারে ।।

রোজা-নামাজ-হজ-কালেমা-জাকাত
তাই করলে কি হয় শরিয়ত
     শরা কবুল করে ।
ভাবে জানা যায় কলমা শরিয়ত নয়
শরিয়তের অর্থ কিছু থাকতে পারে ।।

এলম বে-মুরিদ জনা
শরিয়তের আঁক্ চেনে না
শুধু মেখে তোড় ধরে
চিনতো যদি আঁক্ অদেখা নিয়াত
বাঁধতো না কভু বর্জখ ছেড়ে ।।

শরিয়তের গম্ভু ভারি
যে যা বোঝে ফল হয় তারি
হয় আখেরে
লালন বলে মোর, ভক্তিহীন অন্তর
মারি অস্ত্র মূলে লাগে ডালের পরে ।।

 




আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে,
শরিয়তের কাজ রোজা আর নামাজ
     আসল শরিয়ত বলছে কারে।।

কালেমা আর নামাজ রোজা, যাকাত, হজ্ব,
এই পড়িয়ে আদায় কর শরিয়ত, আমি ভাবে বুঝতে পাই
এসব আসল নয় আরও কিছু অর্থ থাকতে পারে।।

এলম বে-মুরিদ জনা, শরিয়তের আঁক চেনে না,
কেবল মুখে তোড় ধরে, যদি চিনতে আঁক,
ছাড়তো অদেখা নিয়ত, নিয়ত বাঁধতে হবে, আসল বরজখ ধরে।।

শরিয়তের গর্ম ভারি, যে যা করে, সে ফল তার হবে আখেরে,
ফকির লালন কয় আমার, বুদ্ধিহীন অন্তর,
আমি মারি মূলে লাগে ডালের পরে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।