কাছের মানুষ ডাকছ কেন শোর করে


কাছের মানুষ ডাকছ কেন শোর করে।।
তুই যেখানে সেও সেখানে, খুঁজে বেড়াও কারেরে।।

বিজলী চটকের ন্যায়, থেকে ঝলক দেয়, রংমহাল ঘরে,
তাঁর পাশাপাশি অহোনিশি, থাকতে দিশে হয় নারে।।

হাতের কাছে যারে পাও, ঢাকা দিল্লী খুঁজতে যাও,
কোন অনুসারে, এমনও কি বুদ্ধিনাশা, তুই হলি সংসারে রে।।

ঘরের মধ্যে ঘরখানা, খোঁজরে মন সেই খানা কে বিরাজ করে,
সিরাজ সাঁই কয়, দেখরে লালন, সে কিরূপ তুই কিরূপ রে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।