আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়


আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়।।
আমি কথার অর্থ ভারি, আমিতো সে আমার নয়।।

অনন্ত শহর বাজারে, আমি আমি শব্দ করে,
আমার আমি চিনতে না রে, বেদ পড়ি পাগলের প্রায়।।

মুনছুর হাল্লাজ ফকির সেতো, বলেছিল আমি সত্য,
ঠিক হল সাঁইর আইন মত, সবাই কি তাই বুঝতে পায়।।

কম-বে এজনে বা-এজনে আল্লা, সাঁইর হুকুম আমি হেল্লা,
লালন তেমনি কেটো মোল্লা, ভেদ না জেনে গোল বাধায়।।
মনের ঘোর গেলনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।