যে রুপে সাঁই আছে মানুষে


যে রুপে সাঁই আছে মানুষে।।
শুদ্ধ রসের রসিক না হলে কি পাবি তার দিশে।।

তালার উপরে তালা, তার ভিতরে চিকণ কালা,
দেখা যায় সে দিনের বেলা, রসেতে ভাসে।।

বেদী ভাই বেদ পড়ে সদায়, আসলে গোলমাল বাধায়,
রসিক ভাইয়ে ডুবে হৃদয়; রত্ন পায় সে।।

লা মোকামে আছে নূরী, সে কথা অকৈতব ভারি,
লালন হয় তার দ্বারের দ্বারি,আদ্য মাতাসে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।