হুজুরে কার হবেরে নিকাশ দেনা


হুজুরে কার হবেরে নিকাশ দেনা।।
পঞ্চজন আছে বেরাদার তার ঘোল জনা।।

পণ্ডিত পাঠকের কাছে জনম ভরে সুধাই এসে ঘোর গেলনা,
পরে লয় পরের খবর, নিজের খবর নিজের হয় না।।

ক্ষিতি জল বাও হুতাশনে, যার যার বস্তু সেই সেখানে,
মিশিবে তাই, আকাশে মিশেবে আকাশ জানা গেল পঞ্চ বেনা।।

আত্ম কর্তা কারে বলি, কোন মোকাম তার কোথায় গলি,
আওনা যাওনা, সেই মহালে লালন কোন জন,
তাও লালনের ঠিক হলনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।