দেখনারে দিন রজনী কোথা হতে হয়


দেখনারে দিন রজনী কোথা হতে হয়।।
কোন পাকে দিন আসে ঘুরে, কোন পাকে রজনী যায়।।

রাত্রি দিনের খবর নাইরে যার; কিসের একটা উপাসনা তার,
নাম গোয়ালা কাজি ভক্ষণ, ফকিরী তার তেমনি প্রায়।।

কয় দমে দিন চানাচ্ছে বারি, কয় দমে রজনী আখেরী,
আন ঘরের নিকাশ করে, যে জানে সে মহাশয়।।

সামান্য কি যাবে জানা, কারিগরের কি গুণপনা,
লালন বলে তিনটি তারে, অনন্ত রূপ কল খাটায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।