যা যা ফানার ফিকির জানগে যারে


যা যা ফানার ফিকির জানগে যারে।।
যদি দেখা বাঞ্ছা হয়, সে চাঁদেরে।।

ফিকিরি কিসের ফিকির, কিসের ফিকিরী,
নিজে হও ফানা, ভাব রব্বানা দেখে শমন যাকে ফিরে।।

নিজরূপ মুরশিদরূপ মাঝার, আছে ফানার বিধি মনরে আমার,
বিছে মুরশীদরূপ, মনরে সে স্বরূপ, মিশাও সাঁইর অটল নূরে।।

ফানার ফিকির মুরশিদের ঠাঁই,
তাই মুরশিদ ভজন আইন ভেজলেন সাই,

সিরাজ সাইর র্কপায়,
অধীন লালন কয়, জাজন করলে সাঁই রত রে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।